Laketown Murder: লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় সোদপুর গ্রেফতার আরও ১, অধরা মাস্টার মাইন্ড

Laketown Murder: আকাশ মল্লিক ও তমাল পালের বাড়ি সোদপুর মিলনগড় এলাকায়। সকালে মিলনগড়ের বাড়ি থেকে আকাশ মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। আকাশ মল্লিকের কাছেই তমাল পালের বাড়ি। তমাল পাল গাড়ি চালাতো।

Laketown Murder: লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় সোদপুর গ্রেফতার আরও ১, অধরা মাস্টার মাইন্ড
হলুদ গেঞ্জি মাস্টার মাইন্ডImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 2:27 PM

উত্তর ২৪ পরগনা: দমদম লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার অন্যতম চক্রী আকাশ মল্লিক। তাঁদের সোদপুরের বাড়িতে সরেজমিনে Tv9 বাংলা। দমদম লেকটাউনে দমকল কর্মী স্নেহাশিস রায়কে তাঁর বাড়ির সামনেই গুলি করে খুনের অভিযোগ ওঠে। সেই খুনের ঘটনায় আগেই টিটাগড় ও রহড়া থেকে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে খুনের নেপথ্যে থাকা দুই যুবক আকাশ মল্লিক ও তমাল পালের বাড়ি সোদপুর মিলনগড় এলাকায়। সকালে মিলনগড়ের বাড়ি থেকে আকাশ মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। আকাশ মল্লিকের কাছেই তমাল পালের বাড়ি। তমাল পাল গাড়ি চালাতো।ঘটনার দিন রাত্রিবেলা তমাল পাল ও আকাশ মল্লিক বাইকে করে এলাকাছাড়া হয়।

পুলিশ জানতে পেরেছে, খুনের মাস্টারমাইন্ড তমাল পাল। তমাল এখনও পর্যন্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন দমকলকর্মী। ধৃতরা জেরায় জানিয়েছে, কী কারণে তাদের খুনের সুপারি দেওয়া হয়েছিল, কারা দিয়েছিল। কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ এখনই বিষয়টি প্রকাশ্যে আনছে না।

দমকল কর্মী খুনের ঘটনায় উঠে আসছে ত্রিকোণ প্রেমের তত্ত্বই। বৃহস্পতিবার মেয়েকে নিয়ে বাড়ি ঢোকার সময়ে গুলিবিদ্ধ হয়ে খুন হন স্নেহাশিস। তবে পুলিশ তদন্তে জানতে পেরেছে, স্নেহাশিস আততায়ীদের নজরে ছিলেন দীর্ঘদিন ধরেই। অভিযোগ, গত বছর ঠিক জুন মাসেই তাঁর ওপর হামলা চলে। তাও আবার তাঁর অফিসের সামনেই। অভিযোগ ছিল, অফিস থেকে এক ব্যক্তি তাঁকে ডেকে এনেছিলেন বাইরে। কিছু বুঝে ওঠারে আগেই বন্দুক পকেট থেকে বার করে তাক করেন। কোনওভাবে পালিয়ে বেঁচেছিলেন স্নেহাশিস। থানায় অভিযোগও দায়ের হয়। কিন্তু সেবার কেউ গ্রেফতার হননি।