Bangaon: বাথরুমে চাপ-চাপ রক্ত, যুবক বললেন, ‘পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিয়েছি’

Bangaon: উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শ্যামল মুণ্ডা। সে পাল্লা আদিবাসী পাড়ার বাসিন্দা।

Bangaon: বাথরুমে চাপ-চাপ রক্ত, যুবক বললেন, 'পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিয়েছি'
(নিজস্ব চিত্র)
TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2022 | 1:35 PM

বনগাঁ: সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলেন যুবক। আচমকা দেখেন মেঝেতে রক্ত পড়ে রয়েছে। সঙ্গে-সঙ্গে দৌড়ে মায়ের কাছে যান। জানতে চান যে মানসিক ভারসাম্যহীন দাদা কোনও কাণ্ড ঘটালো কি না। পরে কাছে যেতেই ওই মানসিক ভারসাম্যহীন যুবক বলেন, ‘পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিয়েছি।’ আর তারপর…

উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শ্যামল মুণ্ডা। সে পাল্লা আদিবাসী পাড়ার বাসিন্দা। দীর্ঘ ৬ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন শ্যামল। ছয় মাস ধরেই তাঁর চিকিৎসা চলছে। মানসিক ভারসাম্যহীনতার জেরেই শ্যামল এমন কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান পরিবারের।

শ্যামল মুণ্ডার ভাই নির্মল মুন্ডা জানিয়েছেন, এদিন সকালে তিনি বাথরুমে গিয়ে দেখেন রক্ত পড়ে রয়েছে। রক্ত দেখতেই তিনি তাঁর মায়ের কাছে জিজ্ঞাসা করেন বাথরুমে রক্ত কেন রয়েছে। তাঁর মা তাঁকে তখন তার দাদার মানসিক ভারসাম্যহীনতার কথা জানিয়ে বলেন দাদার কাছে গিয়ে দেখ ও কিছু করল কি না। তারপর শ্যামলের কাছে জিজ্ঞেস করতেই সে বলে, ‘পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়েছি জঙ্গলে।’

পরিবারের সকলের অনুমান শ্যামল বাড়ির রান্নার বটি দিয়েই তাঁর পুরুষাঙ্গ কেটে ফেলেছে। রান্নার বটিতে রক্ত লেগে থাকতে দেখেই তাদের এই অনুমান। গুরুতর আহত অবস্থায় শ্যামল মুন্ডাকে এদিন বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ওই যুবকের ভাই বলেন, ‘আমার দাদার মাথার সমস্যা আছে। আজকে সকালে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে। তারপর নিজেই বলছে বাগানে ফেলে দিয়েছি। বাথরুমে দেখি প্রচুর রক্ত পড়ে রয়েছে। তারপর ডাক্তার দেখাতেও চাইছিল না।’

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla