Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shyamnagar: শ্যামনগরে মাধ্যমিকের রেজাল্ট দেখাতে গিয়ে যৌন হেনস্থার শিকার ছাত্রী, গ্রেফতার মাস্টারমশাই

Shyamnagar Minor Harassment: স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি এলাকার একটি স্কুলে পড়ান। সেই স্কুলেই পড়ে ছাত্রীটি। জানা গিয়েছে, অভিযুক্ত মাস্টারমশাইয়ের কাছে প্রাইভেট টিউশনও পড়ত সে।

Shyamnagar: শ্যামনগরে মাধ্যমিকের রেজাল্ট দেখাতে গিয়ে যৌন হেনস্থার শিকার ছাত্রী, গ্রেফতার মাস্টারমশাই
জগদ্দল থানা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 1:30 PM

শ্যামনগর: শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। সেই কারণে স্যরকে রেজাল্ট দেখাতে বাড়িতে গিয়েছিল পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী। তবে সেখানে যাওয়ার পর এমন অবস্থা হবে হয়ত কল্পনাও করতে পারেননি। রেজাল্ট দেখাতে গিয়ে যৌন হেনস্থার শিকার পড়ুয়া। কাঠগড়ায় শিক্ষক। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি এলাকার একটি স্কুলে পড়ান। সেই স্কুলেই পড়ে ছাত্রীটি। জানা গিয়েছে, অভিযুক্ত মাস্টারমশাইয়ের কাছে প্রাইভেট টিউশনও পড়ত সে। গতকাল রেজাল্ট বের হওয়ার পর স্যরকে তা দেখাতে যায়। অভিযোগ, সেই সময় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ওই মাস্টার মশাইয়ের বিরুদ্ধে। এরপর ছাত্রীটি বাড়িতে এসে গোটা বিষটি জানায়। সঙ্গে-সঙ্গে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার।

সেই অভিযোগের ভিত্তিতে পকসো আইনে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার জগদ্দল থানার পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পঠানো হয়।