Nachiketa Chakraborty Controversy: ‘এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, হাতে…নিয়ে ঘুরছে’, গান গাইতে গিয়ে ‘অশ্লীল’ আক্রমণ নচিকেতার
Singer Nachiketa Chakraborty Controversy: উত্তর ২৪ পরগনার খড়দহর সাংস্কৃতিক উৎসবে গিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। মঞ্চে উঠে জনপ্রিয় 'বৃদ্ধাশ্রম' গানটি গাইছিলেন তিনি। সেই সময় দর্শক আসনে বসে থাকা মানুষরা অনুষ্ঠানের ছবি মোবাইলে তুলছিলেন। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন সঙ্গীত শিল্পী।
খড়দহ: স্টেজে তখন গান গাইছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। জমজমাটি অনুষ্ঠানে উপচে পড়ছিল দর্শকের ভিড়। কেউ বসে বসে শিল্পীর গান শুনে আনন্দ কুড়োচ্ছিলেন। কেউ আবার তাঁকে দূর থেকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এরই মধ্যে বিগড়ে গেল পরিস্থিতি। প্রিয় সঙ্গীত শিল্পীকে কাছে পেয়ে তাঁকে ক্যামেরাবন্দি করতে তখন ব্যস্ত ভক্তদের একাংশ। কিন্তু সেই সময়ই মেজাজ হারালেন নচিকেতা। মোবাইলে ছবি তোলা নিয়ে বাক-বিতন্ডায় জড়ালেন তিনি।
উত্তর ২৪ পরগনার খড়দহর সাংস্কৃতিক উৎসবে গিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। মঞ্চে উঠে জনপ্রিয় ‘বৃদ্ধাশ্রম’ গানটি গাইছিলেন তিনি। সেই সময় দর্শক আসনে বসে থাকা মানুষরা অনুষ্ঠানের ছবি মোবাইলে তুলছিলেন। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন সঙ্গীত শিল্পী। গান থামিয়ে বলেন, “সবাই মিলে ছবি তুলছিস কেন? এখানে তো ক্যামেরা রয়েছে। সবাই মিলে কেন ছবি তুলছো?” এরপর দর্শক আসনেরই কাউকে একজনকে উদ্দেশ্য করে নচিকেতা বলেন,”আমি কি অনুমতি দিয়েছি তোমায় তুমি যে ছবি তুলছ আমার?”
এখানেই শেষ নয়। শিল্পী বলেন, “এত ছবি তুলছ যে, ফটোগ্রাফার তুমি? এখনকার ছেলেমেয়েরা কোনও কাজ নেই। হাতে একটা… নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না করে পড়াশোনা। না লোকের কথা শোনে কিছুই করে না।” তবে শুধু দর্শকদের সঙ্গে নয়, এর পাশাপাশি উৎসব কমিটির সদস্যদের সঙ্গেও প্রকাশ্য মঞ্চে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন সংগীতশিল্পী। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ থাকার পর, কমিটির অনুরোধে ফের সঙ্গীতাঅনুষ্ঠান শুরু করেন শিল্পী।