‘ওঁরা বলেছিলেন সময় হলে টাকা পেয়ে যাবেন, তখনই বুঝে গিয়েছিলাম…’

Belgharia: কয়েকশো মহিলার থেকে কয়েক হাজার করে তোলেন।

'ওঁরা বলেছিলেন সময় হলে টাকা পেয়ে যাবেন, তখনই বুঝে গিয়েছিলাম...'
অভিযুক্তরা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 8:07 AM

উত্তর ২৪ পরগনা: লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া নন্দননগর বটতলা এলাকায়।

অভিযোগ, একটি সংস্থার নাম করে কয়েকজন মহিলা বেশ কয়েকটি গ্রুপ করে টাকা তোলা শুরু করেন। কয়েকশো মহিলার থেকে কয়েক হাজার করে তোলেন। তার বিনিময়ে তাঁদেরকে মোটা টাকার লোন দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কোনও লোন দেওয়া হয়নি।

লোন না পেয়ে প্রতারিতরা তাঁদের টাকা ফেরত পাওয়ার দাবি জানান। কিন্তু অভিযোগ, “আজ দেবো, কাল দেবো বলে প্রথমে এড়িয়ে যেতে শুরু করেন অভিযুক্তরা। পরে আর টাকার ব্যাপারে কোনও উচ্চবাচ্যও করেন না।” আজ সন্ধ্যায় অভিযুক্ত মহিলারা এলাকায় এলে তাঁদের ঘিরে ধরেন স্থানীয়রা। এরপরেই উত্তেজনা চরমে ওঠে।

প্রতারিতরা তাঁদের টাকা দাবি করতে থাকেন। এই নিয়ে শুরু হয় বচসা। এরপর অভিযুক্তদের বেধড়ক মারধর করেন প্রতারিত মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের উদ্ধার করে বেলঘরিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িত ৫ মহিলাকে পুলিশ আটক করেছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এক মহিলা বললেন, “আমার টাকার প্রয়োজন ছিল। মেয়ের পড়াশোনা আর বাড়িটা মেরামতি করানোর জন্য। ওঁদের এক জনের সঙ্গে পরিচয় হয়। বলেছিলেন লোন পাওয়া যাবে। প্রথমে কিস্তিতে কিছু টাকা জমা রাখতে হবে। রেখেছিলাম টাকা। কিন্তু প্রয়োজনে আর দেখা মিলছিল না ওঁদের। টাকা ফেরত চাইলেই এড়িয়ে যেতে শুরু করেছিলেন। তখনই যা বোঝার বুঝে গিয়েছিলাম।” 

প্রসঙ্গত,  দুর্গাপুরেও ঠিক একইভাবে প্রতারণার অভিযোগ উঠে এসেছিল। অন্যের নথি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণ নিয়ে টাকা লোপাটের অভিযোগ উঠেছিল দুর্গাপুরে। আরও পড়ুন: ‘আত্মতুষ্টিতেই বিজেপি হেরেছে,’ এবার শুভেন্দুর মুখে আত্মসমালোচনা

COVID third Wave