‘আমি চোর না, আমি চুরি করিনি, ওরা আমাকে ফাঁসিয়ে দিল’! ছেলের সুইসাইড নোট বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

Barasat: যুবকের মায়ের অভিযোগ, কিছুদিন আগে ব্যাঙ্কের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে লেখা ছিল, ঘরের বাইরে যেন ছেলে না বের হয়।

'আমি চোর না, আমি চুরি করিনি, ওরা আমাকে ফাঁসিয়ে দিল'! ছেলের সুইসাইড নোট বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মা
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 6:03 PM

উত্তর ২৪ পরগনা: ভয়ে আতঙ্কে এক যুবকের আত্মহত্যার অভিযোগ তুলল তাঁর পরিবার। অভিযোগ, তাদের বাড়ির ছেলের বিরুদ্ধে জালিয়াতির ভুয়ো অভিযোগ তোলা হয়। তার জেরেই অপমানে, আতঙ্কে আত্মঘাতী হন ২৪ বছর বয়সী ওই যুবক। বৃহস্পতিবার বারাসতের ৩৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

বারাসত পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় ভদ্র বাড়ি। সে বাড়ির ছেলে অমিত ভদ্র। চলতি বছরে মে মাসে বারাসত ন’পাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রায় ৪৩ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ ওঠে। ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই তালিকায় ছিলেন অমিতও।

পরে জামিনে ছাড়া পান তিনি। যুবকের মায়ের অভিযোগ, কিছুদিন আগে ব্যাঙ্কের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে লেখা ছিল, ঘরের বাইরে যেন ছেলে না বের হয়। কথা না শুনলে জামিন খারিজ করিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। তা নিয়ে অমিত আতঙ্কে দিন কাটাচ্ছিলে। ঘরবন্দি হয়েই থাকতেন তিনি।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলা: পুনর্বিবেচনার আর্জির শুনানির আবেদন কপিল সিব্বলের

অমিতের মায়ের অভিযোগ, ওই ব্যাঙ্কের ম্যানেজার ও হিসাবরক্ষক চক্রান্ত করে তাঁর ছেলেকে ফাঁসিয়েছে । সেই অপবাদই সহ্য করতে না পেরে এমন কঠিন সিদ্ধান্ত নেন ওই যুবক। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আত্মঘাতী হন অমিত। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে বারাসত থানার পুলিশ। সেই নোটে সংশ্লিষ্ট ওই ব্যাঙ্কের ম্যানেজার ও হিসাবরক্ষকের বিরুদ্ধেই অভিযোগ আঙুল তুলেছেন ওই যুবক। অমিত সুইসাইড নোটে লেখেন, তিনি এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেছিলেন। সে কারণেই ম্যানেজার ও ক্যাশিয়ার তাঁকে ফাঁসিয়ে দিয়েছে। এলাকাবাসীর দাবি, অমিত পাড়ায় ভাল ছেলে হিসাবেই পরিচিত। তাঁরাও এই ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন। যদিও এ নিয়ে এখনও ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।