বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, কমল মৃত্যুর সংখ্যা

West Bengal Covid 19 Update: সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৭ হাজার ৮৫০। সুস্থতার হার বেড়ে ৯৭.৭১ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ২.০৮ শতাংশ।

বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, কমল মৃত্যুর সংখ্যা
দেশে কমল সংক্রমণ (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 12:35 AM

কলকাতা: বুধবার রাজ্যে নতুন করে ৯৮২ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। যে সংখ্যাটা অনেকটাই স্বস্তিদায়ক। একই সময়ের মধ্যে ৪৭ হাজার ১৮৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৭ হাজার ৮৫০। সুস্থতার হার বেড়ে ৯৭.৭১ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ২.০৮ শতাংশ। সারা রাজ্যে এখন সংক্রমণের গ্রাফ অনেকটা নিম্নমুখী।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১। মৃত্যু: সোমবার-২, বুধবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: মঙ্গলগবার-০, বুধবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। মঙ্গলবার-০, বুধবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু:মঙ্গলবার-০, বুধবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৯জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮১ জন।মৃত্যু: মঙ্গলবার-৬, বুধবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৫ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৮ জন। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-২।