Basirhat Silver Recover: বাইকের টিউব খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের, উদ্ধার লক্ষাধিকের সম্পত্তি
Basirhat Silver Recover: বাইকের টিউবের মধ্যে থেকে প্রায় ৫ কিলো ২২০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।
উত্তর ২৪ পরগনা: বাইক দেখেই সন্দেহ হয়েছিল দুঁদে তদন্তকারীদের। বাইক দেখতেই দাঁড় করান তাঁরা। তল্লাশি চালাতেই উদ্ধার রূপো, তাও আবার বাইকের টায়ার থেকে। অভিনব কায়দায় রূপো পাচার করার আগেই বিএসএফের পর্দা ফাঁস। বাইকের টিউবের মধ্য দিয়ে উদ্ধার বিপুল পরিমাণে রূপোর গয়না। গ্রেফতার এক পাচারকারি। বসিরহাটের স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। ধৃতের নাম আসাদুল গাজি। বছর সাতাশের আসাদুলকে গ্রেফতার করেছে বিএসএফ।
জানা যাচ্ছে, রবিবার সকালে আসাদুল মোটরবাইকে করে তারালি সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় তাঁকে দেখে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। বাইক দাঁড় করিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে থাকে বিএসএফ। তাঁর কথায় অসঙ্গতি থাকায়, বাইকে তল্লাশি চালানো হয়। বাইকের টিউব খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি গয়না।
বাইকের টিউবের মধ্যে থেকে প্রায় ৫ কিলো ২২০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের জন্য এই গয়নাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।
বিএসএফের কথায়, এটা অভিনব কায়দায় পাচার। বাইকের টিউবের মধ্যে গয়না ঢুকিয়ে, তা পাচার করা হচ্ছিল। জানা যাচ্ছে, ধৃতের বাড়ি স্বরূপনগরের আমুদিয়া খলসি গ্রামে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মোটর সাইকেলটিও।
জানা যাচ্ছে, উদ্ধার হওয়া রূপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ধৃত পাচারকারিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারিকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।