Smuggling: ভ্যাবলা স্টেশনে ব্যাগ খুলতেই ভ্যাবাচ্যাকা খেল পুলিশ, ব্যাগ থেকে উদ্ধার সোনা
Basirhat: তদন্তে জানা গিয়েছে, স্বরূপনগর থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তর বাসিন্দা পিন্টু। তার কাছ থেকে পাওয়া সোনার বিস্কুট গুলি সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশ ঘুরে এদেশে নিয়ে আসা হয়েছে।
বসিরহাট: বিপুল অঙ্কের সোনার বিস্কুট সহ ধৃত এক। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ল বমাল সমেত পাচারকারী। ধৃতের নাম পিন্টু মণ্ডল। শিয়ালদহগামী ডাউন লোকাল ধরার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাটের ভ্যাবলা রেল স্টেশনে। বছরে একুশের এক যুবককে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। বসিরহাট থানার কাছে গোপন সূত্রে এই পাচারের খবর আগে থেকেই এসেছিল। সেইমত স্টেশনে অভিযান চালায় আধিকারিক সুরিন্দর সিংয়ের নেতৃত্বাধীন একটি দল। ট্রেনে ওঠার আগেই ধরে ফেলা হয় পাচারকারী পিন্টুকে। তার কাছ থেকে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট। সেগুলির আনুমানিক ওজন প্রায় ৯৫০ গ্রাম। সোনার বিস্কুট গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
তদন্তে জানা গিয়েছে, স্বরূপনগর থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তর বাসিন্দা পিন্টু। তার কাছ থেকে পাওয়া সোনার বিস্কুট গুলি সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশ ঘুরে এদেশে নিয়ে আসা হয়েছে। আপাতত সেগুলিকে কলকাতার উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল ধৃত পিন্টু। উদ্ধার হওয়া বিস্কুটগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
প্রসঙ্গত, গোটা ঘটনাটির সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যোগসূত্র খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশি জেলায় ওই পাচারকারী জানিয়েছে, বিস্কুটগুলি প্রচারের জন্য তার আরও দুই সঙ্গী ছিল। কিন্তু পুলিশ দেখে তার আগেই চম্পট দেয়।