BSF: বাইকের টিউবে লুকানো গয়না, অভিনব কায়দায় পাচারের চেষ্টা বানচাল করল BSF

Basirhat: ধৃত ওই ব্যক্তির থেকে ৫ কেজি ২২০ গ্রাম রুপোর গয়না উদ্ধার করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হওয়া ওই গয়নার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

BSF: বাইকের টিউবে লুকানো গয়না, অভিনব কায়দায় পাচারের চেষ্টা বানচাল করল BSF
সীমান্তে জওয়ানরা। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 1:32 PM

বসিরহাট : বাংলাদেশে পাচারের বড়সড় ছক বানচাল করলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (Border Security Force)। অভিনব কায়দায় পাচার হচ্ছিল রুপো। কীভাবে? বাইকের টিউবের মধ্যে লুকিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল রুপোর গয়না। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার হল বিপুল পরিমাণে রুপোর গয়না। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ধৃত ওই ব্যক্তির নাম আসাদ-উল গাজি। বয়স ২৭ বছর। ধৃত ওই ব্যক্তির থেকে ৫ কেজি ২২০ গ্রাম রুপোর গয়না উদ্ধার করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হওয়া ওই গয়নার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আসাদ-উল গাজি নামে ওই ব্যক্তি স্বরূপনগর থানা এলাকার নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন তারালি সীমান্তের দিকে এগোচ্ছিল। সঙ্গে ছিল মোটরসাইকেল। সেই সময় তাকে দেখতে পেয়ে সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। ওই ব্যক্তিতে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিএসএফ-এর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। আর তাতে ওই ব্যক্তির কথা শুনে আরও সন্দেহ প্রবল হয় সীমান্তরক্ষী বাহিনীর। ওই ব্যক্তির কথার মধ্যে অসঙ্গতি দেখতে পান জওয়ানরা। তাঁকে তল্লাশি চালানো হয়। তাতেই বেরিয়ে আসে মোটর সাইকেলের টিউবের মধ্যে লুকিয়ে রাখা রুপোর গয়না।

প্রাথমিকভাবে বিএসএফ জওয়ানদের সন্দেহ, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই গয়নাগুলি নিয়ে যাচ্ছিল ওই পাচারকারী। ধৃত ব্যক্তির বাড়ি স্বরূপনগরের আমুদিয়া খলসি গ্রামে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা। বাজেয়াপ্ত করা হয়েছে ওই মোটর সাইকেলটিও। উদ্ধার হওয়া ওই রুপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ধৃত ওই পাচারকারীকেও স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচার চক্রে যোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন পুলিশ ও বিএসএফ আধিকারিকরা।