Panchayat Election Result 2023: এবার বাদুড়িয়া, জঞ্জালের মধ্যে মিলল CPM-কংগ্রেসের ছাপ মারা ব্যালট পেপার

Panchayat Election Result 2023: গত কয়েকদিন আগেও বসিরহাটের হাসনাবাদ থানার পাটলিখানপুর এলাকায় মৎস্যজীবীর জালে উঠে আসে ব্যালট পেপার।

Panchayat Election Result 2023: এবার বাদুড়িয়া, জঞ্জালের মধ্যে মিলল CPM-কংগ্রেসের ছাপ মারা ব্যালট পেপার
ব্যালট পেপার উদ্ধারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 10:37 AM

বাদুড়িয়া: ব্যালট বিতর্ক যেন কাটছেই না। ভোট কেটে যাওয়ার পরও বিভিন্ন জায়গা থেকে ব্যালট পেপার উদ্ধারের ঘটনা ঘটছে। আবারও উদ্ধার হল ব্যালট পেপার। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট।

গত কয়েকদিন আগেও বসিরহাটের হাসনাবাদ থানার পাটলিখানপুর এলাকায় মৎস্যজীবীর জালে উঠে আসে ব্যালট পেপার। সেই ঘটনার পর আবারও বসিরহাটে উদ্ধার হল ব্যালট পেপার। সূত্রের খবর, এবার বসিরহাটের বাদুড়িয়া দিলীপ মেমোরিয়াল হাইস্কুলে গণনা কেন্দ্র হয়েছিল। এক সপ্তাহের মাথায় সেইখান থেকেই উদ্ধার হল এই ব্যালট পেপার।

বুধবার হঠাৎই স্থানীয় বাসিন্দারা দেখেন নির্বাচনী কেন্দ্রের পিছনে পরিত্যক্ত জায়গায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে ব্যালট পেপার। তাঁদের দাবি, সিংহভাগ ব্যালটেই সিপিএম ও কংগ্রেসের ভোট দেওয়া রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে ব্যালট পেপারগুলি উদ্ধার করেছে। তবে কী কারণে এই ব্যালট পেপার গুলি বাইরে পড়ে রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসনিক অধিকারীরা।

কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী সঞ্জয় মণ্ডল বলেন, “গোটা বাংলার চিত্র যেমন বাদুড়িয়ারও সেই একই চিত্র। গোটা বাংলায় তৃণমূল কীভাবে ভোট লুঠ করেছে তার প্রমাণ এইগুলিই। মানুষ পাঁচটা বছর অপেক্ষা করে ভোট দেওয়ার জন্য। আর ওরা মানুষের রায়কে সমর্থন না করে এই করে।” সিপিএমের জেলা কমিটির সদস্য অনিমেশ মুখোপাধ্যায় বলেন, “এর থেকেই বোঝা যায় এখানে যদি সঠিকভাবে ভোট হতো তাহলে ১৪টি গ্রাম পঞ্চায়েতই বিরোধীদের দখলে আসত। মানুষের ধূলায় লুণ্ঠিত। এর থেকে প্রমাণ হয় এখানে বিরোধীদের জয় সুনিশ্চিত ছিল।” তবে এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।