Panchayat Election Result 2023: BJP-র টিকিটে জিতে যোগ দিলেন TMC-তে

Panchayat Election Result 2023: সেখানে বিজেপির সদ্য জয়ী পঞ্চায়েত সদস্য রেখা ঢালী যোগদান করলেন তৃণমূলে। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস।

Panchayat Election Result 2023: BJP-র টিকিটে জিতে যোগ দিলেন TMC-তে
বিজেপি-র জয়ী সদস্যের যোগদান তৃণমূলেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 8:36 AM

বনগাঁ: পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর ভাঙন বিজেপি-তে। জয়ী পঞ্চায়েত সদস্যের যোগদান তৃণমূলে। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রামপঞ্চায়েতের ঘটনা।

সেখানে বিজেপির সদ্য জয়ী পঞ্চায়েত সদস্য রেখা ঢালী যোগদান করলেন তৃণমূলে। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস।

বিশ্বজিৎ বাবু বলেন,”মুখ্যমন্ত্রী উন্নয়ন যজ্ঞে সামিল হতে রেখা দেবী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজেপি দলটারই কোনও অস্তিত্ব থাকবে না।” অপরদিকে, সদ্য দলবদলু রেখা দেবী বলেন,”গ্রামের উন্নয়ন করতে মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম।”

তৃণমূল সূত্রে খবর,স্বরূপনগর বাংলানি গ্রামপঞ্চায়েতের মোট আসন ৩০। যার মধ্যে তৃণমূল ২৪ আসন পেয়েছে , বিজেপি ২, সিপিআইএম ১ এবং নির্দল ৩ আসন পেয়েছে। রেখা দেবীর তৃণমূলে যোগদান করার ওই পঞ্চায়েত তৃণমূল সদস্য সংখ্যা হল ২৫ জন এবং বিজেপির সদস্য সংখ্যা কমে ১ দাঁড়ালো।

তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।