Barasat Murder: পুজো দেওয়ার সময় বাবার গলায় বঁটির কোপ মারল ছেলে, রক্তে ভাসল গোটা ঘর
Barasat Murder: উত্তর ২৪ পরগনার ছোট জাগুলি গ্রাম পঞ্চায়েতের বামনগাছির মালিয়াপুর দাসপাড়া এলাকার ঘটনা। সেখানেই শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে।
বামনগাছি: পুজো দেওয়ার সময় খুন হলেন প্রৌঢ়। তাও নিজের ছেলের হাতে। পিছন থেকে তাঁর গলায় বটির কোপ মারা অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার ছোট জাগুলি গ্রাম পঞ্চায়েতের বামনগাছির মালিয়াপুর দাসপাড়া এলাকার ঘটনা। সেখানেই শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, মৃতের নাম রঘুনাথ শিকদার (৫৫)। মঙ্গলবার সকালবেলা রঘুনাথবাবু পুজো দিচ্ছিলেন। সেই সময় হৃদয় শিকদার নামে এক অভিযুক্ত ছেলে বঁটি নিয়ে আসে। পিছনে দাঁড়িয়ে বাবার গলায় কোপ মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রক্তে ভেসে যায় গোটা ঘর।
প্রৌঢ়ের চিৎকারে ঘটনা ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন দত্তপুকুর থানার পুলিশকে। পুলিশ আধিকারিকরা এসে রঘুনাথ শিকদারকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এলাকাবাসী জানাচ্ছেন, অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন। সেই জন্যই বাবাকে ধারাল অস্ত্রের দ্বারা কোপ মেরেছে। হৃদয়কে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বলেন, “ছেলেটা নেশা করত। বাবার কাছ থেকে সেই কারণে প্রতিদিন টাকা চাইত। এমনিও মাথার একটু সমস্যা রয়েছে। ওর মা খুব অসুস্থ। সেই কারণে ঘুমিয়েছিল। আর বাবা পুজো দিচ্ছিল। তখনই ছেলেটা বঁটি নিয়ে আসে। আর পিছন থেকে গলায় কোপ মারে। সঙ্গে-সঙ্গেই মারা যায় ওর বাবা।”