ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার বিধাননগরের ‘ভাল্লুক’, আজই তোলা হবে আদালতে

গত ১৭ এপ্রিল বিধাননগরে ভোট (West Bengal elections 2021) ছিল। তার পরদিনই সকালে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে।

ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার বিধাননগরের 'ভাল্লুক', আজই তোলা হবে আদালতে
একটি সংবাদপত্রের সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছেপ্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 9:59 AM

বিধাননগর: ভোট (West Bengal elections 2021) পরবর্তী রাজনৈতিক হিংসায় গ্রেফতার এক। ধৃতের নাম খোকন মল্লিক ওরফে ভাল্লুক। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ভাল্লুককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত এই যুবক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই অভিযোগ উঠেছে। মঙ্গলবার দক্ষিণ বিধাননগর থানার পুলিশ তাঁকে বিধানননগর আদালতে তুলবে।

গত ১৭ এপ্রিল বিধাননগরে ভোট ছিল। তার পরদিনই সকালে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। বিজেপির লোকজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হন পদ্মশিবিরের পাঁচজন কর্মী। তারই পাল্টা বিজেপির লোকজনও তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধর করে বলে অভিযোগ ওঠে। অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে এলাকা।

আরও পড়ুন: শরীরটা ভাল নেই, করোনাতেও ‘ভয়’, সিবিআইয়ের কাছে দু’ সপ্তাহ সময় চাইলেন ‘কেষ্ট’

উভয়পক্ষের সাতজন জখম হওয়ার পাশাপাশি এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর এমনকী মহিলাদেরও মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত খোকন মল্লিক ওরফে ভাল্লুককে গ্রেফতার করে। রায়দিঘি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার আদালতে তোলা হবে ধৃতকে।