Ratna Biswas: দলেই কোণঠাসা রত্না! ‘বাংলাদেশি ভোটার’ মন্তব্যের পর মঞ্চে ঠাঁই হল না নেত্রীর
এই বিতর্কিত মন্তব্যের পর নিজের দলেও কোণঠাসা হয়ে পড়লেন রত্না। রবিবার বারসতে সংসদীয় জেলা তৃণমূলের বর্ধিত সভা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা। উপস্থিত ছিলেন রত্না নিজেও। কিন্তু ওই সভায় মঞ্চে দেখা যায়নি রত্নাকে।
বারাসত: বাংলাদেশীদের ভোটার তালিকায় নাম লেখানোর কথা বলে বিতর্ক বাঁধিয়েছেন বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। কমিশনের তরফেও এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এই বিতর্কিত মন্তব্যের পর নিজের দলেও কোণঠাসা হয়ে পড়লেন রত্না। রবিবার বারসতে সংসদীয় জেলা তৃণমূলের বর্ধিত সভা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা। উপস্থিত ছিলেন রত্না নিজেও। কিন্তু ওই সভায় মঞ্চে দেখা যায়নি রত্নাকে। এমনকি সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরও জবাব দেননি তিনি।
ভোটার তালিকায় বাংলাদেশীদের নাম তোলানোর কথা বলে বিপাকে রত্না। এমনকি রত্নার মন্তব্য যে ভুল তাও এ দিন স্বীকার করেছেন কাকলি। এর পাশাপাশি সংবাদমাধ্যমে কথা বলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন কাকলি। রত্নার বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেছেন, “ও ভুল করেছে। বোঝারও ভুল হয়েছে। বলারও একটু ভুল হয়েছে। ১৯৭১ অবধি যাঁরা এসেছেন, তাঁদের একই পরিবারের কারও নাম থাকলেও অনেকের নেই। ও সেটাই বলতে চেয়েছে। ঠিক মতো বোঝাতে পারেনি।”
এই বিষয় নিয়ে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা তাপস মিত্রের কটাক্ষ, “রত্নার বক্তব্যের পরই পরিষ্কার হয়েছে কীভাবে রাজ্যের ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল। দলের গোপন অ্যাজেন্ডা প্রকাশ্যে বলার কারণেই মঞ্চে ঠাঁই হয়নি সংসদীয় জেলার চেয়ারপার্সনের।”