Sandeshkhali: শাহজাহানের নামে কী অভিযোগ? বসিরহাটের এসপি বললেন…

Sandeshkhali: একের পর এক শাসকনেতার নাম উঠে আসছে সন্দেশখালির প্রতিবাদীদের মুখে। শিবু হাজরা, উত্তম সর্দাররা এখন কার্যত ফিকে, বদলে অজিত মাইতি, শঙ্কর সর্দার, তপন সর্দারদের নামে অভিযোগের তির শানাচ্ছেন গ্রামের মহিলারা। সোমবারই তৃণমূল নেতা শঙ্কর সর্দারের কঠিন শাস্তির দাবিকে সামনে রেখে বেড়মজুর অগ্নিগর্ভ হয়ে ওঠে।

Sandeshkhali: শাহজাহানের নামে কী অভিযোগ? বসিরহাটের এসপি বললেন...
সাংবাদিকদের মুখোমুখি এসপি বসিরহাট। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 6:23 AM

সন্দেশখালি: শঙ্কর সর্দারের বাড়িতে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান বসিরহাট জেলা পুলিশ সুপার হাসান মেহেদী রহমান। তিনি বলেন, এদিন দুপুরে শঙ্কর সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে বেশ কিছু লোক হামলা চালায়, ভাঙচুর করে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একের পর এক শাসকনেতার নাম উঠে আসছে সন্দেশখালির প্রতিবাদীদের মুখে। শিবু হাজরা, উত্তম সর্দাররা এখন কার্যত ফিকে, বদলে অজিত মাইতি, শঙ্কর সর্দার, তপন সর্দারদের নামে অভিযোগের তির শানাচ্ছেন গ্রামের মহিলারা। সোমবারই তৃণমূল নেতা শঙ্কর সর্দারের কঠিন শাস্তির দাবিকে সামনে রেখে বেড়মজুর অগ্নিগর্ভ হয়ে ওঠে।

শঙ্করের বিরুদ্ধে জমি হাতানো থেকে শ্লীলতাহানি, একাধিক অভিযোগ করেন এলাকার মহিলারা। অভিযোগ, শেখ শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের কাছে লোক এই শঙ্কর। এ নিয়ে সোমবার শঙ্করের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তাঁর বাড়িতে হামলাও চালানো হয়।

পুলিশ সুপার হাসান মেহেদী রহমান এদিন বারবার বলেন, “কেউ আইন হাতে তুলে নেবেন না। কারও কোনও অভিযোগ থাকলে যে সব ক্যাম্প হয়েছে, সেখানে গিয়ে জানান। সমস্ত অভিযোগের ভিত্তিতে আমরা আইনি ব্যবস্থা নেব। আমাদের কাছে যা যা অভিযোগ আসছে, আমরা সব খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করছি। প্রয়োজনে গ্রেফতার করছি।” শেখ শাহজাহানের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে। যদিও অভিযোগ কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই এদিন জানান পুলিশ সুপার।