Shantanu Thakur: গ্রেফতার হওয়া ৮ মতুয়াকে জামিনের নির্দেশ হাইকোর্টের, তৃণমূলের বিরুদ্ধে জয় দেখছে শান্তনু-শিবির

Shantanu Thakur: এমনকী অভিষেকের দলের লোকজন ভক্তদের হুমকিও দেন বলে অভিযোগ। এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন।

Shantanu Thakur: গ্রেফতার হওয়া ৮ মতুয়াকে জামিনের নির্দেশ হাইকোর্টের, তৃণমূলের বিরুদ্ধে জয় দেখছে শান্তনু-শিবির
শান্তনু ঠাকুর (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 7:17 PM

বারাসত: কলকাতা হাইকোর্টের রায়ের পর শান্তনু ঠাকুর (Santanu Thakur) বাড়ি ফিরতেই আনন্দে ফেটে পড়লেন মতুয়া ভক্তরা। তাঁদের বক্তব্য, এটা তাঁদের জয়ের আনন্দ। কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে যাওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ ছিল, অভিষেক কাউকে না জানিয়েই মতুয়া মহা সঙ্ঘের মন্দিরের সামনে মিছিল করেন। এমনকী অভিষেকের দলের লোকজন ভক্তদের হুমকিও দেন বলে অভিযোগ। এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন। এরপরই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন শান্তনু।

মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ দেয় যে আটজনকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে জামিন দিতে হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন এডিজি র‌্যাঙ্কের অফিসার। যার জেরে স্বাভাবিকভাবেই খুশি শান্তনু শিবির। অপরদিকে, মমতাবালা ঠাকুর জানিয়েছেন, সমস্ত সিসিটিভি ফুটেজ যাতে খুঁটিয়ে দেখা হয়। আর দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়।

প্রসঙ্গত, গত ১৮ জুন ঠাকুরনগরে যান অভিষেক। ঠাকুরবাড়ির মূল মন্দিরে তিনি ঢুকতে পারেননি। এই নিয়েই তৈরি হয় বাগবিতণ্ডা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ঠাকুরবাড়ির মূল মন্দিরের ফটক বন্ধ করে দেওয়া হয়।