‘বাড়ির সামনে নোংরা করেন কেন’, প্রশ্ন করতেই ‘চড়াও’ সিভিক ভলান্টিয়ার

অভিযোগ, রাস্তায় দিনের পর দিন জলের ড্রাম, খড় বিচুলি ফেলে রাখতেন জয়ন্ত মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ারের পরিবার।

'বাড়ির সামনে নোংরা করেন কেন', প্রশ্ন করতেই 'চড়াও' সিভিক ভলান্টিয়ার
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Jan 31, 2021 | 4:38 PM

উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনের রাস্তায় নোংরা ফেলে রাখার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। দমদম মাঠকল এলাকার ঘটনা। ‘আক্রান্তের’ অভিযোগের ভিত্তিতে এক সিভিক ভলান্টিয়ার ও তাঁর মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

সমীরকুমার গঙ্গোপাধ্যায় দমদম মাঠকলের বাসিন্দা। পেশায় রাজভবনের কর্মী। দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মাঠকলে সম্প্রতি নতুন রাস্তা হয়েছে। অভিযোগ, সেই রাস্তায় দিনের পর দিন জলের ড্রাম, খড় বিচুলি ফেলে রাখতেন জয়ন্ত মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ারের পরিবার। অভিযোগ, রবিবার সমীরবাবু এ নিয়ে জয়ন্ত মণ্ডলের বাড়িতে বলতে গেলে ঝামেলা শুরু হয়।

আরও পড়ুন: ‘দিদি আপনি প্রভু রামের নাম ত্যাগ করলেও বাংলায় রাম রাজ্য হবে’ : স্মৃতি ইরানি

অভিযোগ, জয়ন্ত মণ্ডল ও তাঁর বাবা মা প্রথমে গালিগালাজ শুরু করেন। এরপর লোহার রড দিয়ে মারধর করেন। মুহূর্তে লুটিয়ে পড়েন সমীরবাবু। উদ্ধার করে দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেশ কয়েকটি সেলাই পড়ে মাথায়। এরপরই সমীরবাবু দমদম থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয় জয়ন্ত মণ্ডল ও তাঁর মা-বাবাকে। ব্যারাকপুর আদালতে এদিনই তোলা হবে ধৃতদের।