Titagarh Gun Fire: মধ্যরাতে দুপক্ষের সংঘর্ষ, ফের টিটাগড়ে চলল গুলি

Titagarh Gun Fire: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার যুবক শেখ ববি নামে এক যুবককে গুলি করতে আসে দুষ্কৃতীরা। সেসময় শেখ ইউসুফ নামে আরেক যুবকের পায়ে গুলি লাগে।

Titagarh Gun Fire: মধ্যরাতে দুপক্ষের সংঘর্ষ, ফের টিটাগড়ে চলল গুলি
টিটাগড়ে ফের চলল গুলি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 8:41 AM

উত্তর ২৪ পরগনা: ফের টিটাগড়ে চলল গুলি। বুধবার রাতে ২ পক্ষের সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ। একজনের পায়ে গুলি লাগার অভিযোগ। যদিও এখনও পর্যন্ত গুলিবিদ্ধ যুবকের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ। খড়দহ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জি সি রোড এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে হাতাহাতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার যুবক শেখ ববি নামে এক যুবককে গুলি করতে আসে দুষ্কৃতীরা। সেসময় শেখ ইউসুফ নামে আরেক যুবকের পায়ে গুলি লাগে। ঘটনার পর থেকেই খোঁজ নেই ইউসুফের। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ ও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ ববির এলাকায় ব্যাপক দাপট রয়েছে। এলাকায় তাঁর বেশ অনেকজন অনুগামীও রয়েছে। বুধবার রাতে এলাকায় অশান্তি হয়। এলাকারই একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন শেখ ববি। অভিযোগ, সেসময়ে বেশ কয়েকজন যুবক বাইকে এসে অতর্কিতে গুলি করে। শেখ ববি সরে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে আরেক যুবকের পায়ে।

গুলি শব্দ শুনতে পান এলাকাবাসীরাও। তাঁরা কিছুক্ষণ পর এলাকায় এসে দেখেন, একটি গুলির খোল পড়ে রয়েছে। কিন্তু কাউকে সেভাবে দেখতে পাননি তাঁরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকা থেকে গুলির খোল উদ্ধার করে। তবে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জন্যই এই গুলি। এলাকায় আতঙ্ক রয়েছে। সকালে এলাকায় পুলিশ টহল দেয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।