Toto driver returned Bag: মানবিক মুখ টোটোচালকের! ফিরিয়ে দিলেন সোনার গহনা,অর্থ সমেত যাত্রীর ব্যাগ

Basirhat: ব্যাগটি টোটোতে ফেলেই নেমে যান মহিলা।

Toto driver returned Bag: মানবিক মুখ টোটোচালকের! ফিরিয়ে দিলেন সোনার গহনা,অর্থ সমেত যাত্রীর ব্যাগ
ব্যাগ ফিরে পেলেন মহিলা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 3:10 PM

বসিরহাট: টোটোর মধ্যে ফেলে গিয়েছেন নগদ অর্থে ভরা ব্যাগ ও সঙ্গে সোনার গহনা। হয়ত কল্পনাও করেননি তা ফেরত পাবেন কখনও। টোটো চালকের সততার জেরে হাতে পেলেন হারিয়ে যাওয়া সম্পত্তি।

কী ঘটেছিল গতকাল? বসিরহাট মাটিয়া থানার চাঁপাপুকুর। সেখান থেকে বছর পঁয়ত্রিশয়ের রিম্পা মণ্ডল। তিনি টোটো চড়ে বসিরহাট শহরের দিকে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল ছোটো সন্তান। এরপর ভুলবশত তিনি তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ওই টোটোর মধ্যেই ফেলে চলে যান।

রিম্পাদেবী নেমে চলে যেতেই টোটোচালক সুজিত ভট্টাচার্যের নজরে আসে ব্যাগটি। তিনি সেটিকে উদ্ধার করে বসিরহাট টাউন টোটো ই-রিক্সা সংগঠনের সভাপতি ভাস্কার মিত্রের কাছে জমা দেন। তারপর সেই ব‍্যাগটি বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয়।

এরপর পুলিশের তৎপরতায় জোগাড় করা হয় ব্যাগটির মালিককে। অর্থাৎ ওই মহিলার ঠিকানা জোগাড় করে ফেলে যাওয়া টাকার ব্যাগ তার হাতে তুলে দেন বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং, টোটো চালক সুজিত ভট্টাচার্য ও টোটো ইউনিয়নের সভাপতি ভাস্কর মিত্র।

রিম্পাদেবীর কাছ থেকে উপযূক্ত নথিপত্র দেখিয়ে তার ব্যাগটি ফেরত দেওয়া হয়। পরে ব্যাগ খুলে দেখা যায় যে,সেই ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর সোনার গহনা। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা, সঙ্গে নগদ অর্থ।

টোটচালক সুজিত ভট্টাচার্য বলেন, “আমাদের ইউনিয়ন থেকে বলা হয়েছে কোনও যাত্রী যদি কিছু ফেলে যায় সঙ্গে-সঙ্গে তা যেন ইউনিয়নে জমা করা হয়। আমি সেই মতোই ব্যাগটি জমা করি।” এদিকে, ওই মহিলা বলেন, “আমি একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম সন্তানকে নিয়ে। আমার বাচ্চা অনেকটাই ছোটো। ওকে সামলাতে গিয়ে আমার ভুলেই গিয়েছিলাম ব্যাগের কথা। টোটোতে ব্যাগটি ফেলে রেখেই আমি অনুষ্ঠান বাড়ি চলে যাই। পরে খেয়াল হতেই আমি দেখি ব্যাগ আমার সঙ্গে নেই। ওই ব্যাগটিতে অনেক সোনার গহনা ও নগদ টাকা ছিল।”

সোনার গহনা ও অর্থ সমেত ব্যাগ ফিরে পেয়ে রিম্পাদেবী রীতিমতো ধন্যবাদ দিয়েছেন টোটো চালক ও বসিরহাট থানার পুলিশ আধিকারিকদের।

আরও পড়ুন: Modi in Mayor Conference: ‘ভারতে এখন বিবর্তন দরকার, বিপ্লবের কোনও প্রয়োজন নেই’, মেয়র সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

আরও পড়ুন: Modi in Mayor Conference: ‘ভারতে এখন বিবর্তন দরকার, বিপ্লবের কোনও প্রয়োজন নেই’, মেয়র সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

আরও পড়ুন: SSKM Hospital: গ্রুপ বম্বে নেগেটিভ! শহর ঘুরে বিরল রক্ত জোগাড় করে মনসুর বিবিকে বাড়ি ফেরাল এসএসকেএম