দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ
ঘটনাকে ঘিরে উত্তেজনা (West Bengal Assembly Election 2021) হাবরার (Habra) এলাকায়।
উত্তর ২৪ পরগনা: আইএসএফ (ISF) -এর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বোমাবাজি। অভিযোগের তির তৃণমূল দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা (West Bengal Assembly Election 2021) হাবরার (Habra) দক্ষিণ সরাই ইদগা পৃথিবা পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক বাধা দেন। তাঁদের বক্তব্য ছিল, বুথ এলাকার বাইরে গিয়ে কেন তাঁরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন? এই বিষয়টি নিয়েই দুপক্ষের মধ্যে বচসা হয়। তা গড়ায় হাতাহাতিতে ।
আরও পড়ুন: রাতভর বোমাবাজিতে ফের উত্তপ্ত নানুর, স্কুলের সামনে উদ্ধার তাজা বোমা
হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকায় শুরু হয় বোমাবাজি। তিন থেকে চার কর্মী আহত হয়েছেন। অভিযোগ তির ওই এলাকার তৃণমূল কর্মীদের ওপর। আইএসএফ-এর তরফে হাবড়া বিধানসভার প্রার্থী রিজি নন্দনকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তহে বোমবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।