Bhatpara Municipality: তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভায় ‘ট্রাক্টর দুর্নীতি’? প্রতিবাদে সরব দলেরই কাউন্সিলর

Bhatpara: পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় এ নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, ট্রাক্টরের তেল দিচ্ছে পুরসভা। চালকও পুরসভার, তারপরও ঠিকাদার প্রথায় কেন ট্রাক্টর চলছে?

Bhatpara Municipality: তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভায় 'ট্রাক্টর দুর্নীতি'? প্রতিবাদে সরব দলেরই কাউন্সিলর
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 6:02 PM

উত্তর ২৪ পরগনা: দলের নাম ভাঙিয়ে ট্রাক্টর নিয়ে দুর্নীতির অভিযোগ ভাটপাড়া পুরসভায়। প্রতিবাদে সরব হলেন তৃণমূলেরই কাউন্সিলর। অভিযোগের তির চেয়ারম্যানের গোষ্ঠীর বিরুদ্ধে। রীতিমতো অস্বস্তি শাসকদলের অন্দরে। ভাটপাড়া (Bhatpara Municipality) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় এ নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, ট্রাক্টরের তেল দিচ্ছে পুরসভা। চালকও পুরসভার, তারপরও ঠিকাদার প্রথায় কেন ট্রাক্টর চলছে? তাঁর অভিযোগ, চেয়ারম্যানের মদতেই এমন দুর্নীতি চলছে। দলকে ভাঙিয়ে চেয়ারম্যানের অনুগামীরা খাচ্ছেন বলে অভিযোগ সত্যেন রায়ের। আরও অভিযোগ, কাউন্সিলরদের না জানিয়ে বেআইনিভাবে বিনা টেন্ডারে কাজ করাচ্ছে পুরসভা। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ পুরপ্রধান রেবা রায়। তবে ভাইস চেয়ারম্যান এ নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট কাউন্সিলরের কোনও অভিযোগ থাকলে পুরপ্রধানকে জানানো উচিত ছিল।

কাউন্সিলর সত্যেন রায়ের বক্তব্য, “পুরসভায় ওয়ার্ডে যে ট্রাক্টর চলে সেগুলিকে কনট্রাক্টচুয়াল করে দিয়েছে। এটা করতে গেলে তো পারিষদদের সঙ্গে মিটিং করতে হয়। কোনও আলোচনাই করেনি। পুরসভাকে শেষ করে দিয়েছে যারা বোর্ড চালাচ্ছে। আমাদের বোর্ড হলেও আমাদের তো ডেকে কথা বলত। আমরা বসি। চা, মিষ্টি সবই দেয় আমাদের। তবে আমাদের সামনে কোনও কথা বলে না। পিছন থেকে সব কাজ হয়। বোর্ড মিটিংয়ে আলোচনা ছাড়াই সব কাজ হয়। ২-৩ জন সব। ”

অন্যদিকে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, “কাউন্সিলর সত্যেন রায়ের কিছু জানানোর থাকলে পুরপ্রধান বা আমাকে জানাতে পারতেন। এই রকম প্রকাশ্যে অভিযোগ করা উচিত হয়নি। এসব অপরিণত চিন্তাধারা। এটা বিরোধীদের হাত শক্ত করছে। আর তেল চুরির খবর আমার জানা নেই। পুরসভায় এমবার্গো চলছে। তাই আদালতের নির্দেশে সব কাজ বন্ধ আছে। তবে জনস্বার্থে টেন্ডার ছাড়াই কিছু কাজ করাতে হচ্ছে।”