Body Recover: রক্তে ভাসছেন যুবক, পকেটের চিরকুটে লেখা দেখে অন্য সন্দেহ পুলিশের…

North 24 Parganas: মেটিয়াবুরুজে কাপড়ের ব্যবসা করতেন অরবিন্দ। তবে তাঁর পরিবারের দাবি, তিন মাস ধরে ব্যবসা বন্ধ ছিল।

Body Recover:  রক্তে ভাসছেন যুবক, পকেটের চিরকুটে লেখা দেখে অন্য সন্দেহ পুলিশের...
নিহতের স্ত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 5:37 PM

ভাটপাড়া: নিয়মিত খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া (Bhatpara)। এবার ভাটপাড়ায় গুলিবিদ্ধ এক ব্যবসায়ী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড। সেখানেই এক ইটভাটায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় রবিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় গুলি লেগেছিল। তবে এই মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধছে। তাঁর পকেট থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে। তাতে অরবিন্দর নাম লেখা, সঙ্গে দু’টি ফোন নম্বর। খুনের ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে সবদিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত ওই যুবকের নাম অরবিন্দ প্রসাদ। তাঁর ৩০ বছর বয়স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরবিন্দ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

মেটিয়াবুরুজে কাপড়ের ব্যবসা করতেন অরবিন্দ। তবে তাঁর পরিবারের দাবি, তিন মাস ধরে ব্যবসা বন্ধ ছিল। তা নিয়ে কোনওরকম মানসিক হতাশা বা অবসাদ কাজ করছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, অরবিন্দের পকেট থেকে একটি গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার হয়েছে। সঙ্গে একটি চিরকুট। তাতে অরবিন্দরই নাম লেখা, সঙ্গে দু’জনের ফোন নম্বর লেখা রয়েছে।

বাড়িতে মা, স্ত্রী, এক ছেলে, ভাগ্নি রয়েছেন অরবিন্দর। অরবিন্দর স্ত্রী সুমন বলেন, “বুঝতেই পারছি না কী হল। ঘরেই ছিল। সকাল ১১টা নাগাদ হঠাৎ বলল একটু মাছ নিয়ে আসি। তারপর এই খবর এল। তবে ও আত্মহত্যা করতেই পারে না। ওর কাছে তো বন্দুক ছিল না। আমরা নিশ্চিত ওকে খুন করা হয়েছে। তবে কারও সঙ্গে শত্রুতাও ছিল না ওর। ব্যবসা বেশ কিছুদিন বন্ধ থাকলেও আগামী ২০ তারিখ থেকে আবারও শুরু করার কথা ছিল।”

এ বিষয়ে এলাকার কাউন্সিলর তাপস রায় বলেন, “প্রথমে দেহটা শনাক্তই করা যায়নি। ওই ব্যক্তির কাছ থেকে পিস্তল, কার্তুজ পাওয়া যায়। পুলিশের বয়ান অনুযায়ী এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ব্যবসা করত ছেলেটা। খুবই শান্তশিষ্ট। প্রতিবেশীরাও বলছেন, কিছুদিন ধরে ছেলেটির ব্যবসায় মন্দা চলছিল।”