Sougata Roy: ‘আমিও তো কার্ড পাইনি…’, তাপসের মন্তব্য অনভিপ্রেত বললেন সৌগত

North 24 Parganas: নিউটাউনে তৃণমূলের বিজয়া সম্মিলনী ঘিরে কোন্দল তুঙ্গে।

Sougata Roy: 'আমিও তো কার্ড পাইনি...', তাপসের মন্তব্য অনভিপ্রেত বললেন সৌগত
সাংসদ সৌগত রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2022 | 2:25 AM

উত্তর ২৪ পরগনা: রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠছে বিজয়া সম্মিলনীকে সামনে রেখে। বুধবারই রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। অন্যদিকে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী ঘিরেও তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এই ঘটনায় বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও চণ্ডীপুরের বিধায়ক তথা টলি তারকা সোহম চক্রবর্তী। জায়গায় জায়গায় এ ধরনের ঘটনা নিঃসন্দেহে দলের অস্বস্তির কারণ। এ নিয়ে এবার মুখ খুললেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়।

বুধবার নিউটাউনে মুখ্যমন্ত্রী বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বেজায় ক্ষুব্ধ সিপিএম থেকে তৃণমূলে আসা তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নিউটাউনে কোনও অনুষ্ঠানেই আমি থাকি না। অন্য দল থেকে এসেছি বলে আর কী কী পরীক্ষা দিতে হবে জানি না। আমি বোধহয় চাকরের কাজের যোগ্য, বাবুর কাজের যোগ্য নয়।” তাপসের এই বক্তব্য ঘিরে শোরগোল শুরু হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন, “রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীতে আমিও নিমন্ত্রণ পত্র পাইনি। তাতে কী হয়েছে? এর জন্য দলের বিরুদ্ধে প্রকাশ্যে বলাটা উচিত হয়নি। এটা তৃণমূল দলের কালচার নয়।”

বৃহস্পতিবার টিভি নাইন বাংলার স্টুডিয়োতে বসে তাপস চট্টোপাধ্যায় অবশ্য বারবারই বলেন দলের অন্দরে কথা বলার সুযোগ নেই। তিনি বলেন, “কোথাও যেন নেত্রীর কাছে কেউ প্লেস করতে দিচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় লিডার। আমার এই জায়গায় আসার মূলে তাঁর একটা অবদান আছে। ইদানিং মনে হচ্ছে কেউ বা কারা তাঁকে মিসগাইড করছেন। একটা কথা বলতে গেলে এক বছর অ্যাপয়েন্টমেন্টই পাই না। কাকে বলব? দলের মধ্যে তো আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। কোথাও মনে হচ্ছে আমি খুব নেগলেকটেড হচ্ছি।”

অন্যদিকে পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষ ও সোহম চক্রবর্তীর সামনে তৃণমূলের কর্মীদের বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে সৌগত রায়ের মন্তব্য, “এটা স্থানীয় কর্মীদের মধ্যে একটা ঘটনা। এই ঘটনায় বৃহত্তর তাৎপর্য দেখাটা ঠিক হবে না।”