West Bengal Panchayat Elections 2023: ফের রাজ্যে বোমা বিস্ফোরণে মৃত্যু তৃণমূল কর্মীর

West Bengal Panchayat Elections 2023: পরিতোষ এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন। তিনি হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা। মৃতের স্ত্রী সুষমা মণ্ডলের দাবি, সোমবার হাসনাবাদে বাউল গানের অনুষ্ঠান করার কথা ছিল তাঁর।

West Bengal Panchayat Elections 2023: ফের রাজ্যে বোমা বিস্ফোরণে মৃত্যু তৃণমূল কর্মীর
বোমা বিস্ফোরণImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 4:13 PM

হাড়োয়া: রাজ্যে ফের বোমা বিস্ফোরণে মৃত্যু। হাড়োয়ায় এক জনের মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে। বসিরহাটের হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের পালিতপাড়া পাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের হাতেগোনা কয়েকদিন বাকি। তার আগেই বোমা বিস্ফোরণে মৃত্যু হল আরও এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম পরিতোষ মণ্ডল। তিনি পেশায় বাউল শিল্পী।

পরিতোষ এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন। তিনি হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা। মৃতের স্ত্রী সুষমা মণ্ডলের দাবি, সোমবার হাসনাবাদে বাউল গানের অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। হাসনাবাদে গান করতে যাওয়ার আগে পাঁচ হাজার টাকা চুক্তি হয়েছিল। অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। সঙ্গে একটি মোবাইল আর নগদ ৫০০০ টাকা ছিল। সাইকেলেই হাসনাবাদ যাচ্ছিলেন তিনি।

সোমবার শালিপুর গ্রাম পঞ্চায়েতের পালিতপাড়ার একটি বাগানে বোমা বিস্ফোরণ হয়। তারপরই বাড়িতে আসে দুঃসংবাদ। স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পান। পরিবারের সদস্যরা যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছয়, ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন।

হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার নমুনা ও সুতুলি স্প্লিন্টার উদ্ধার করেন। বোমায় শরীর থেকে ছিন্ন হয়ে যাওয়া একটি হাতের আঙুলও পড়েছিল দূরে। সেটিও তল্লাশির সময়ে উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্ত্রী ও মেয়ের অভিযোগ, পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। তাঁরা চাইছেন পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব‍্যবস্থা করুক।