Panchayat Polls: তিন দলের প্রার্থী ৩ ভাই, রাম-বামের ‘সম্প্রীতি’-র সুরে আঁচড় কাড়লেন তৃণমূল প্রার্থী ভাই

Panchayat Polls: পঞ্চায়েত ভোটের লড়াইয়ের ময়দানে উত্তর ২৪ পরগনার পাথরঘাটার একই পরিবারের তিন ভাই। যা নিয়ে জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে।

Panchayat Polls: তিন দলের প্রার্থী ৩ ভাই, রাম-বামের 'সম্প্রীতি'-র সুরে আঁচড় কাড়লেন তৃণমূল প্রার্থী ভাই
Panchayat election news Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 8:44 PM

পাথরঘাটা: তিন দল থেকে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ময়দানে নেমেছেন এক পরিবারের তিন গৃহবধূ। তিন জায়ের লড়াই নিয়ে জোর চর্চা চলছে হাওড়াতে। তবে শুধু হাওড়া নয়, সপরিবারে ভোট যুদ্ধে নামতে দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনার পাথরঘাটার এক পরিবারের সদস্যদের। নস্কর পরিবারের বড় ভাই ইন্দ্রজিৎ নস্কর দাঁড়িয়েছেন সিপিএম থেকে। ছোট ভাই সঞ্জীব নস্কর আবার বিজেপি প্রার্থী। কাকার ছেলে অরিজিৎ নস্কর দাঁড়িয়েছেন তৃণমূল থেকে। যদিও দুই ভাই বলছেন, রাজনীতির কোনও প্রভাব তাঁরা ঘরে পড়তে দিচ্ছেন না। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, গল্প-গুজব সবই চলছে। যদিও আর এক ভাই বলছেন, বাড়িতে থেকেই প্রতিদ্বন্দ্বিতার শুরু। সবাই দেখছে। বাড়িতে মিল না থাকলে ওরা কী করে মানুষের কাজ করবে কে জানে!

চলছে প্রচার, দেওয়াল লিখন। কিন্তু, রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সিপিআইএম প্রার্থী ইন্দ্রজিৎ নস্কর বলছেন, প্রতিদ্বন্দ্বিতার কোনও ব্যাপার নেই ওদের সঙ্গে। আমি একটা দলকে ভালবাসি। সিপিএম করি। তাই দল থেরে দাঁড়িয়েছি। দিনের শেষে মানুষ যাঁকে ভালবাসকে সেই জিতবে। 

টক্করে রয়েছেন ইন্দ্রজিতের জেঠুর ছেলে তথা তৃণমূল প্রার্থী অরিজিত নস্কর। দুই ভাইকে খানিক খোঁচা দিয়ে তিনি বললেন, “ওরা দীর্ঘদিন থেকে রাজনীতি করছে এরকমটা নয়। আমি শুরু থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। মানুষের পাশে থেকে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকগুলি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। ভোট বলে নয়। সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জেঠুর দুই ছেলে এখন আমার প্রতিদ্বন্দ্বী। এটা আমার কাছে ভাল হয়েছে। সবাই সবটা দেখছে। বাড়ি থেকেই যদি এ ভাবে ওরা ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে মানুষের কীভাবে সাহায্য করবে কে জানে!” অন্যদিকে সম্প্রীতির সুর রয়েছে বিজেপি প্রার্থী সঞ্জীব নস্করের গলায়। বলছেন, “এটা আমাদের কাছে কোনও ব্যাপার নয়। কোন বিভেদই নেই আমাদের মধ্য়ে। মানুষ যাকে চাইবে সেই জিতবে।”