Basirhat: ‘ছেলেকে ফেরত দিন’, BSF এর তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিতেই অঝোরে কাঁদছেন মা

Basirhat: বিএসএফ সূত্রে খবর, যে ফেন্সিডিলগুলি তাঁর কাছে ছিল সেগুলি বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল। কিন্তু, তার আগেই সেই খবর চলে আসে বিএসএফের কাছে। কিন্তু, ঘটনার পর প্রায় ৪০ ঘন্টা কেটে গেলেও পাচারকারী মিলনের খোঁজ না মেলায় এলাকায় শোরগোল শুরু হয়েছে।

Basirhat: ‘ছেলেকে ফেরত দিন’, BSF এর তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিতেই অঝোরে কাঁদছেন মা
শোরগোল এলাকায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 2:09 PM

বসিরহাট: সীমান্ত এলাকা থেকেই ধাওয়া করেছিল বিএসএফ। তাড়া খেয়ে সোজা সোনাই নদীতে ঝাঁপ পাচারকারীর। কচুরিপানার মধ্যে নিখোঁজ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুরের বাসিন্দা বছর আঠাশের যুবক মিলন মণ্ডল। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তে ঘোরাঘুরি করছিল মিলন। তাঁর কাছে কিছু ফেন্সিডিল রয়েছে বলে খবর গিয়েছিল বিএসএফের কাছে। সন্ধ্যায় সীমান্ত এলাকায় অসংলগ্নভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিএসএফের। কথা বলতে গেলেই সে ছুটতে শুরু করে। পিছন থেকে তাড়া করে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীরা। কিন্তু, কিছুতেই বাগে আনতে পারেনি। এরইমধ্যে সীমান্তের সোনাই নদীতে ঝাঁপ দেয় ওই যুবক। তারপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে।

এদিকে এই নদীর সিংহভাগ অংশই বর্তমানে কচুরিপানার দখলে। বিএসএফ সূত্রে খবর, যে ফেন্সিডিলগুলি তাঁর কাছে ছিল সেগুলি বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল। কিন্তু, তার আগেই সেই খবর চলে আসে বিএসএফের কাছে। কিন্তু, ঘটনার পর প্রায় ৪০ ঘন্টা কেটে গেলেও পাচারকারী মিলনের খোঁজ না মেলায় এলাকায় শোরগোল শুরু হয়েছে। উদ্বেগের বাতাবরণও দেখা গিয়েছে। 

ইতিমধ্যেই নিখোঁজ যুবকের মা আবেদা সরদার স্বরূপনগর থানায় নিখোঁজ ডায়রি করেছেন বলে জানা গিয়েছে। তিনি বলছেন, আমার ছেলে সন্ধ্যায় এলাকাতে ঘুরছিল। তখনই বিএসএফ তাড়া করে। তারপরই ও নদীতে ঝাঁপ দেয়। তারপর থেকে ওর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আমার ছেলেকে ফেরত চাই। ইতিমধ্যেই যুবকের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ-বিএসএফ। ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও।