অপহরণকারীরা ‘পূর্ব পরিচিত’, রাজারহাটে ব্যবসায়ী অপহরণকাণ্ডে নয়া তথ্য

বুধবার রাতেই রাজারহাটের সিটি সেন্টার ২-এর পিছন থেকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে।

অপহরণকারীরা 'পূর্ব পরিচিত', রাজারহাটে ব্যবসায়ী অপহরণকাণ্ডে নয়া তথ্য
একটি সংবাদপত্রের সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছেপ্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 11:45 AM

উত্তর ২৪ পরগনা: দুবাইয়ের ব্যবসায়ী অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিস। বৃহস্পতিবার তাদের বারাসত আদালতে তোলা হবে। অপহরণ-সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।

আরও পড়ুন: নেতাইয়ে শুভেন্দু: আমি কোনওদিন এখানে রাজনীতি করিনি, শুধু সিপিএম নয় জনসাধারণের কমিটিও দায়ী ছিল

বুধবার রাতেই রাজারহাটের সিটি সেন্টার ২-এর পিছন থেকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। পাশাপাশি ওই ব্যবসায়ীর পরিবারকে ফোন করে মুক্তিপণ ৪ লক্ষ টাকাও চাওয়া হয়। টাকা না পেলে অপহৃতকে খুন করার হুমকি দেন অভিযুক্তরা। এদিকে পুলিসি তৎপরতায় রাতেই অপহরণকাণ্ডে যুক্ত দু’জনকে স্থানীয় নারায়ণপুর থেকে ধরে ফেলে পুলিস। তাঁদের জেরা করে অপহরণকারীদের ডেরা অবধি পৌঁছে যায়।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ

ধৃতদের নাম শেখ ফারদিন, গোলাম মোস্তফা, মোহাম্মদ সাইদ। ধৃতদের সঙ্গে অপহৃত ব্যবসায়ীর আগে যোগাযোগ ছিল বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস। টাকাপয়সার লেনদেন সংক্রান্ত কোনও যোগ উভয়পক্ষের ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিস।