ভোট আবহে ভূটান সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

বুধবার রাতে, তোর্সা মোড়ে গোপন অভিযান চালান জওয়ানরা ও জয়গাঁ থানার পুলিশ। সেখানেই এন্টালি আলি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

ভোট আবহে ভূটান সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১
ধৃত এন্টালি আলি, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 7:28 PM

আলিপুরদুয়ার: নির্বাচনের (West Bengal Assembly election 2021) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এর মধ্যেই অবাধে চলছে অস্ত্র পাচার। বুধবার রাতে, জয়গাঁ থেকে ভূটান সীমান্তে (Bhutan Border) বেআইনি অস্ত্রপাচার (Smuggling) আটকালেন সশস্ত্র সীমাবলের ৫৩ ব্যাটেলিয়নের জওয়ানরা।

এসএসবি ৫৩ ব্যাটেলিয়ন (SSB 53 Battalion) ও জয়গাঁ থানা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই জয়গাঁ থেকে অস্ত্র পাচার (Smuggling) হচ্ছিল তা খবর পেয়েছিল পুলিশ। বুধবার রাতে, তোর্সা মোড়ে গোপন অভিযান চালান জওয়ানরা ও জয়গাঁ থানার পুলিশ। সেখানেই এন্টালি আলি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ফাঁকা ঘরে স্কুল ছাত্রকে নিজের লালসার শিকার করতে চেয়েছিল সাধু, পরিণতিতে আজ কাঁদছে গোটা গ্রাম

ধৃতের কাছ থেকে এক একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। পুলিশি জেরায় ওই ধৃত ব্যক্তি স্বীকার করেন ছিনতাইয়ের উদ্দেশ্যেই তিনি জয়গাঁতে আসেন। তবে এর পেছনে আর অন্য কোনও উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।