Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের আগুন পাহাড়ে, পুড়ে ছারখার প্রায় ৬ হেক্টর এলাকা, আতঙ্ক শুশুনিয়ায়

বুধবার সন্ধেয় আচমকাই আগুন লেগে যায় পাহাড়ে। কিন্তু কীভাবে আগুন লাগে তা জানা যায়নি।

ফের আগুন পাহাড়ে, পুড়ে ছারখার প্রায় ৬ হেক্টর এলাকা, আতঙ্ক শুশুনিয়ায়
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 7:15 PM

বাঁকুড়া: ফের আগুন (Fire accident) শুশুনিয়া পাহাড়ে। প্রায় ৫ থেকে ৬ হেক্টর এলাকা জুড়ে আগুন লাগেছে। আগুন লাগার কারণ এখনও অজ্ঞাত। বুধবার সন্ধেয় পাহাড়ে আগুন (Fire accident) লাগে। বন দফতর ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি বলেই জানা গিয়েছে।

বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধেয় আচমকাই আগুন (Fire accident) লেগে যায় পাহাড়ে। দুর্গম স্থান হওয়ায় দমকল পৌছনো সম্ভব ছিল না। সেই পরিস্থিতিতে পাহাড়ে যে ঝরনা আছে, সেখানকার জল দিয়েই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করছেন বন দফতরের কর্মীরা। শুশুনিয়া একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত পর্যটকেরা। অগ্নিকাণ্ডের জেরে শুধু ক্ষয়ক্ষতি নয়, পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, এমনটাই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: দাউদাউ আগুন দার্জিলিঙে! কালো ধোঁয়ায় ঢাকল শৈলশহর

বেশ কয়েক মাস আগেও আগুন (Fire accident) লেগেছিল শুশুনিয়া পাহাড়ে। প্রায় দুদিন ধরে সেই আগুন জ্বলে। বিপুল ক্ষতি হয় গাছপালা ও জীবজন্তুর। জঙ্গলে আগুন (Fire accident) লাগা নিয়ন্ত্রণ করতে বন দফতর থেকে গ্রামবাসীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। পাহাড়ে বা জঙ্গলে কোনওভাবে ধূমপান করতে বা আগুন জ্বালাতেও বারণ করা হয়। কিন্তু লাভ হয়নি তাতে। বুধবার, আগুন লাগার পেছনে স্থানীয়দের অসতর্কতাকেই দায়ী করছেন বন দফতরের কর্মীদের একাংশ।