Bangladesh: অদ্ভুত রসায়ন বাংলায়! ছেলে পুলিশ, বাবা বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানায়

Bangladesh: প্রতিবেশী আরতি ভদ্র বলেন, "এমনি একটা লোক এসেছিল। দরজা খুলল। বেল মারল। তারপর জানি না। আমরা এইটুকুই জানি। এরা জানতাম সাদাসিধা মানুষ।"অভিযুক্তের পরিবারের এক সদস্য বলেন, "ওঁর কাছে আধার কার্ড পাওয়া গেছে।"

Bangladesh: অদ্ভুত রসায়ন বাংলায়! ছেলে পুলিশ, বাবা বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানায়
অভিযুক্ত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 4:35 PM

বারাসত: অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ। পাল্লা দিয়ে নজরদারি চালাচ্ছেন রাজ্যের পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে নকল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি নিয়ে গ্রেফতার হয়েছেন একাধিক। এবার গ্রেফতার আদালতের এক মুহুরি। বারাসতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, সমীর বারাসতের নবপল্লী থেকেই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সেখানকার মানুষের নকল ভোটার কার্ড-আধার কার্ডবের করে দিতেন। বিষয়টি জানতে পারে বারাসত থানার পুলিশ। এরপর মঙ্গলবার মধ্যরাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নকল এই সার্টিফিকেটগুলি বাংলাদেশিদের পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে ব্যবহার করা হত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সমীর দাসের এক ছেলে পুলিশ। আর এক ছেলে দাঁতের ডাক্তার। তারপরও কেন তিনি এই কাজ করতেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

প্রতিবেশী আরতি ভদ্র বলেন, “এমনি একটা লোক এসেছিল। দরজা খুলল। বেল মারল। তারপর জানি না। আমরা এইটুকুই জানি। এরা জানতাম সাদাসিধা মানুষ।”অভিযুক্তের পরিবারের এক সদস্য বলেন, “ওঁর কাছে আধার কার্ড পাওয়া গেছে। সেই কারণে গ্রেফতার করেছে। এর বেশি কিছু বলতে পারব না।” আরও এক প্রতিবেশী বলেন, “প্রায় পঁচিশ বছর ধরে থাকে। কারও সঙ্গে সেইভাবে মিশতেন না। ভিতরে ভিতরে এই কাজ করবে কে জানত।”