Asansol: শাসনের নামে ৫ বছরের শিশুর গলা টিপে ধরে! বাজি ফাটানো ঘিরে দুই পরিবারের সংঘর্ষ

Asansol Crime News: ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সিং পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের বাড়ির দরজার সামনে ক্রমাগত বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা। মানা করা হলেও শোনেনি। অভিযোগ উল্টে ওই পরিবারের বড়রা এসে শিশুদের উস্কানি দিয়ে যায়।

Asansol:  শাসনের নামে ৫ বছরের শিশুর গলা টিপে ধরে! বাজি ফাটানো ঘিরে দুই পরিবারের সংঘর্ষ
দুই পরিবারের সংঘর্ষ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2025 | 2:42 PM

আসানসোল : বাজি ফাটানোকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে বাদবিবাদ থেকে মারপিট। রবিবার রাতে উত্তর আসানসোলের ধাদকার ঘটনা। পাশাপাশি যাদব ও সিং পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে লাঠালাঠি। ঘটনায় আহত হয়েছেন সিং পরিবারের ৫ জন। ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিন জন চিকিৎসাধীন আসানসোল জেলা হাসপাতালে। যাদব পরিবারের ২০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তারপর থেকে বেপাত্তা ওই পরিবারের পুরুষ সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সিং পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের বাড়ির দরজার সামনে ক্রমাগত বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা। মানা করা হলেও শোনেনি। অভিযোগ উল্টে ওই পরিবারের বড়রা এসে শিশুদের উস্কানি দিয়ে যায়। তাঁদের চারচাকা গাড়ির নীচেও বাজি ফাটিয়ে দেওয়া হয়। ডিজেল গাড়িতে আগুন ধরে যাবে এই আশঙ্কায় প্রতিবেশীদের অভিযোগ জানাতে গেলে তর্ক বিবাদ বাড়ে। যাদব পরিবারের জনা ২০ গিয়ে হামলা চালায়। লাঠির আঘাতে মাথা ফাটে সিং দের।

যাদব পরিবারের সদস্যদের অভিযোগ শিশুরা বাজি ফাটাচ্ছিল। তাদের পাঁচ বছরের শিশুকে শাসন করার নামে গলা চিপে ধরেছিল সিং পরিবারের সদস্যরা। এখান থেকে বাদ বিবাদ বাড়ে। ওরা আগে লাঠি বের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান ওই দুটি পরিবারের মধ্যে হিংসা বিবাদ আগে থেকেই রয়েছে। বাজি ফাটানোকে কেন্দ্র করে এই ঘটনা সামনে এলেও পেছনে রয়েছে পুরানো শত্রুতা।