Asansol: টব উপচে ফুটন্ত লোহা এসে পড়ল শ্রমিকদের গায়ে! ভয়ঙ্কর ঘটনা স্পঞ্জ আয়রন কারখানায়
Asansol: অন্যদিকে এই গগন ফ্যাক্টরিতে একই রাতে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম কিশোর কেশরি(৪২)। কারখানা সূত্রে জানা গিয়েছে, হৃদরোগী ছিলেন কিশোর। পেসমেকার বসানো ছিল।
আসানসোল : জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের গগন স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে গরম লোহা চলকে পড়ে আহত হলেন ৬ শ্রমিক। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। ঝলসে যাওয়া শ্রমিকদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কী কারণে টবের ডেঞ্জার লেবেল উপচে লোহা শ্রমিকদের গায়ে পড়ল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় প্রথমে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চার জনকে ভর্তি করা হয়। অপর দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
অন্যদিকে এই গগন ফ্যাক্টরিতে একই রাতে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম কিশোর কেশরি(৪২)। কারখানা সূত্রে জানা গিয়েছে, হৃদরোগী ছিলেন কিশোর। পেসমেকার বসানো ছিল। কারখানাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
তবে কারখানায় দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় গেলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্রমিকরাই জানাচ্ছেন জামুড়িয়ার গগন ফেক্টরিতে প্রায় দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের নিরাপত্তা বা সুরক্ষার বিষয়টি এখানে অবহেলিত বলে এদিন অভিযোগও তোলেন অগ্নিমিত্রা। যদিও এদিন কারখানায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা। জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে যুব তৃণমূল নেতা প্রেমপাল সিং তাঁকে বাধা দেন বলে অভিযোগ। বাধা কাটিয়ে কারখানায় অগ্নিমিত্রা ঠেলে কারখানায় ঢুকে পড়েন অগ্নিমিত্রা। কারখানায় দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। শ্রমিকের পাশে কে বেশি দরদি তা দেখাতে ঘটনাস্থলে ছুটে গেলেন বিজেপি বিধায়ক আগ্নিমিত্রা পাল ও তৃনমুল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।