Asansol News: ‘লাল কালিতে লিখুন কবে মিটবে জলের কষ্ট’, মেয়রের উত্তর, ‘বাম আমলে এই এ ভাবে বলতে পারতেন?’
Asansol News: জানা গিয়েছে, ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা মেয়রকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভের বিষয় জানান। মেয়র বিধান উপাধ্যায় গ্রামবাসীদের আস্বস্ত করেন পানীয় জলের সংকট মিটে যাবে। তবে এরপরও যেন রাগ মেটে না তাঁদের। চিৎকার শুরু করেন তাঁরা।
আসানসোল: রক্তদান শিবিরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়। পানীয় জলের সঙ্কট নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। এরপরই বিধায়ককে দেখতেই কার্যত ক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরনিগমের সার্থকপুর এলাকায়।
জানা গিয়েছে, ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা মেয়রকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভের বিষয় জানান। মেয়র বিধান উপাধ্যায় গ্রামবাসীদের আস্বস্ত করেন পানীয় জলের সংকট মিটে যাবে। তবে এরপরও যেন রাগ মেটে না তাঁদের। চিৎকার শুরু করেন তাঁরা। সরাসরি প্রশ্ন তোলেন, “লাল কালিতে কাগজে লিখে দিন। তারিখ লিখে দিন তবেই বিশ্বাস করব।’ মেজাজ হারান মেয়র। তিনিও পাল্টা মাইক হাতে বলেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “সিপিএমের আমলে এই ভাষায় এভাবে মেয়র বিধায়কদের সরাসরি বলতে পারতেন ? আমরা মানুষের সঙ্গে, মাটির সঙ্গে মিশে থাকি বলে এভাবে কথা বলছেন।”
মহিলারা অভিযোগ করে বলেন, বহুদিন ধরে তাঁদের এলাকায় জলের কষ্ট রয়েছে। বহু জায়গায় সমস্যা জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। বিধান উপাধ্যায় বলেন, “জামুড়িয়া এলাকায় জলের সমস্যা আজকের নয়। বহু পুরনো। বর্তমানে জলের ট্যাঙ্ক করে জল সাপ্লাই করা হচ্ছে। পাশাপাশি জল প্রকল্পের কাজও শুরু হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলেই জামুড়িয়া এলাকায় জলের অভাব অনেকটাই মিটবে।” মেয়র আরও বলেন, “আমিও গ্রাম এলাকার বাসিন্দা, গ্রাম এলাকার বিধায়ক। তাই গ্রামের মানুষের সমস্যার কথা জানি। আর আমি জানি বলেই আমাকে এই গ্রামের মানুষজন তাদের সমস্যার কথা জানিয়েছেন নিজের মনে করে। এটাকে আমি ক্ষোভ বিক্ষোভ বলে মনে করি না।”