Agnimitra Paul: বেআইনি কয়লা পাচার চলছেই, প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রার
Asansol: কিছুদিন আগেই জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং নিজে এক সভা বলেছিলেন, এখানে কয়লা ও বালির বেআইনি সিন্ডিকেট চলছে। বলেছিলেন, এই সিন্ডিকেট তিনি রুখবেন। দাবি করেছিলেন, তাতে বিজেপি বা তৃণমূল, যে দলেরই লোক যুক্ত থাকুক রেয়াত করা হবে না।
আসানসোল: বেআইনি কয়লা কারবারের অভিযোগ তুলে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শুক্রবার জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির। সেখানে যোগ দিতে এসে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বসে পড়েন অগ্নিমিত্রা। অভিযোগ, বেআইনি কয়লার রমরমা চলছে। এই ব্যবসা বন্ধ করতেই হবে।
কিছুদিন আগেই জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং নিজে এক সভা বলেছিলেন, এখানে কয়লা ও বালির বেআইনি সিন্ডিকেট চলছে। বলেছিলেন, এই সিন্ডিকেট তিনি রুখবেন। দাবি করেছিলেন, তাতে বিজেপি বা তৃণমূল, যে দলেরই লোক যুক্ত থাকুক রেয়াত করা হবে না।
এদিন অগ্নিমিত্রা বলেন, উনি কেন বিজেপির কথা বলছেন? এভাবে হাওয়ায় কথা না ভাসিয়ে বরং কারা যুক্ত তার তালিকা দিন। বিধায়কের বক্তব্যের প্রতিবাদ করেন তিনি। অবৈধ বালি এবং কয়লার কারবার বন্ধ করতে পুলিশকেও আরও সক্রিয় হওয়ার দাবি তোলেন বিধায়ক। তবে এদিন জাতীয় সড়ক আটকে একজন জনপ্রতিনিধির এমন প্রতিবাদ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
অগ্নিমিত্রার বক্তব্য, “জাতীয় সড়ক পুরো আটকানো হয়নি। অ্যাম্বুল্যান্স যাতায়াতের জন্য জায়গা ছাড়া রয়েছে। জামুড়িয়া, পাণ্ডবেশ্বরে বেআইনি কয়লা, বালির ব্যবসা চলছে। গাছ কেটে দেওয়া হচ্ছে, মানুষ জল পাচ্ছে না। সবকিছুর সঙ্গে পুলিশ প্রশাসন যুক্ত। এখানকার বিধায়ক বলছেন, বিজেপি নাকি এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। বিজেপির নাম নিচ্ছেন, সাহস থাকলে বিজেপির কারা যুক্ত সিবিআইয়ের কাছে তালিকা দিন।”