‘নিখোঁজ’ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক! পোস্টার পড়ল এলাকায়

জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের কটাক্ষ, বিপদের সময় বিধায়ককে দেখতে না পেলে পোস্টার তো পড়বেই। তবে এতে তৃণমূলের কোনও যোগ নেই। সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন এটা।

'নিখোঁজ' দুর্গাপুর পশ্চিমের বিধায়ক! পোস্টার পড়ল এলাকায়
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 29, 2021 | 4:55 PM

দুর্গাপুর: ভোট প্রচারে দেখা গিয়েছিল। কিন্তু একুশের বিধানসভা ভোটে জেতার পর আর দেখে যায়নি লক্ষ্মণ ঘোড়ুইকে। এমনই অভিযোগে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নঈমনগর এলাকায়।

জানা গিয়েছে এলাকার একটি ক্লাবের ছেলেরা শনিবার সকালে বিজেপি বিধায়ক নিখোঁজের পোস্টার লাগান। ক্লাব সদস্যদের অভিযোগ, বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন লক্ষন ঘোড়ুই। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাঁকে আর দেখা যাচ্ছে না। করোনা আবহে সমস্যায় রয়েছেন এলাকার মানুষ। তার পর ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে সমস্যায় ছিল এলাকার বাসিন্দারা। কিন্তু এত সমস্যার মধ্যে একটিবারও দেখা মেলেনি বিধায়কের।

সে কারণেই এই পোস্টারের মাধ্যমে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষনের প্রচেষ্টা করছেন বলে জানান স্থানীয় বাসিন্দা মহম্মদ আক্রম খান। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এলাকার তৃণমূল নেতা রাজু সিং জানিয়েছেন, তাঁদের নজরেও এসেছে এই রকমের পোস্টার। এলাকার মানুষ কতটা ক্ষুব্ধ হলে তাঁদের নির্বাচিত জনপ্রতিনিধির নামে এ ধরনের পোস্টার দিতে পারে, প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।

যদিও এই পোস্টার কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। তিনি জানান, এটা সম্পূর্ণ ভাবে তৃণমূলের চক্রান্ত। বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি কী কী করেছেন তারও বিবরণ দেন তিনি।

আরও পড়ুন: মেয়ের পারিবারিক অশান্তি মেটাতে গিয়ে জামাইয়ের লাঠির ঘায়ে মৃত্যু শ্বশুরের

জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের কটাক্ষ, বিপদের সময় বিধায়ককে দেখতে না পেলে পোস্টার তো পড়বেই। তবে এতে তৃণমূলের কোনও যোগ নেই। সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন বলে দাবি করেন তিনি।