Moloy Ghatak: মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডি-র, মন্ত্রী ব্যস্ত জেলা সফরে
ED: এর আগেও একাধিকবার মলয় ঘটককে এই মামলায় দিল্লিতে তলব করেছে ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার হাজিরা এড়িয়ে যান মলয় ঘটক। কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে, এই প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হন তিনি।

আসানসোল: কয়লা পাচার মামলাতেই ১৯ জুন, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। তবে সল্টলেকের সিজিও কমপ্লেক্স নয়, তাঁকে দিল্লির ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে। কয়লা পাচারকাণ্ডে আগেও একাধিক বার মলয়কে তলব করেছে ইডি। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশিও করেছেন সিবিআই আধিকারিকরা। এমনকি টানা জেরাও করা হয়েছে মন্ত্রীকে। তবে ইডির একাধিক বার তলবেও দিল্লি যাননি মলয়। সোমবারের হাজিরা নিয়ে মুখ খোলেননি মলয় ঘটক। যদিও দিল্লিতে হাজিরা দেবেন না বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের জন্য তাঁকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল। সেই দায়িত্ব পালনের জন্য বর্তমানে জেলা সফরে রয়েছেন তিনি।
আইনমন্ত্রী মলয় ঘটককে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সে ক্ষেত্রে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে সময় চেয়ে মেল করা হয়েছিল। তাঁকে একাধিক বার মেল করা হয় বলে দাবি ইডি-র সূত্রে। কিন্তু কেন্দ্রীয় সংস্থার সেই সূত্রই জানাচ্ছে, আইনমন্ত্রীর তরফে একটিও মেলের জবাব দেওয়া হয়নি। এরপর ইডি-র তরফ থেকে তৃতীয় বার মেল করা হয়। সেই মেলের জবাব দিয়ে ১৯ জুন তারিখটিতে সম্মতি দেন আইনমন্ত্রী। কিন্তু তিনি হাজিরা দেবেন কি না, বা এ নিয়ে ইডি-কে কিছু জানিয়েছেন কি না সে ব্যাপারেও কিছু জানানো সম্ভব হয়নি।
এর আগেও একাধিকবার মলয় ঘটককে এই মামলায় দিল্লিতে তলব করেছে ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার হাজিরা এড়িয়ে যান মলয় ঘটক। কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে, এই প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। ইডি-র তরফ থেকে হাইকোর্টে পাল্টা সওয়াল করা হয়। সেখানে বলা হয় ৯ বার নোটিস পাঠানো সত্ত্বেও হাজিরা দেননি মলয়। যা আসলে অপরাধের সামিল। দু’পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে তদন্তের প্রয়োজনে দিল্লিতে ডাকতে পারবে ইডি। তবে তার জন্য ১৫ দিন সময় দিতে হবে মন্ত্রীকে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দিল্লি হাইকোর্ট থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মৌখিক আশ্বাসে সুরক্ষা কবচে ছিলেন। কিন্তু এখন তাঁর কাছে নেই আদালতের সুরক্ষাকবচও।





