ADDA: প্রকল্পের নামে সরকারের জমি ফেলে রাখলে ফিরিয়ে নেওয়া হবে! কঠোর সিদ্ধান্ত আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের
Asansol: মানুষের আবাসনের নামে দশ বছরের বেশি সময় ধরে জমি আর ফেলে রাখা যাবে না।
আসানসোল : নতুন উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (ADDA)। হাসপাতাল তৈরি, শিল্প এমনকী আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের আবাসনের নামে দশ বছরের বেশি সময় ধরে জমি ফেলে রাখলে সেই জমি এবার থেকে ফিরিয়ে নেওয়া হবে। আজ এমনই সিদ্ধান্ত নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বিশেষ করে ২০০৫ সালের আগে জমি নিয়ে যারা ফেলে রেখেছে তাদেরকে নোটিশ পাঠানো হবে বলেও খবর।
আজ আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আসানসোল ভবনের সভা হলে বোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকে সভাপতিত্ব করেন বিধায়ক তথা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে ছিলেন আড্ডার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়,আড্ডার সিইও নীতিন সিংঘিনায়া, আসানসোল পুরনিগমের পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ বোর্ড সদস্যরা। এদিনের বৈঠকে আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকায় ধস কবলিত মানুষদের পুনর্বাসন প্রকল্প, আড্ডার দেওয়া জমি সহ ১৭ টি এজেন্ডা নিয়ে আলোচনা করে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, জামুড়িয়ায় ধস পুনর্বাসন প্রকল্পে ১৬০ টি বাড়ি সংস্থার তরফে ধস কবলিত মানুষদের দেওয়া হয়েছে। তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা করা হয়। আরও কিছু বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য ৯৫ কোটি টাকা লাগবে বলে হাউজিং দফতর আড্ডার থেকে জমি নিয়েছিল। শুধু তারাই নয়, অন্যদিকে বেশ কয়েক বছর আগে শিল্পের জন্য আরও অনেকেই এইভাবে আড্ডার কাছ থেকে জমি নেয়। কিন্তু এত বছর পার হয়ে গেলেও তারা জমি ফেলে রেখে দিয়েছে বলে অভিযোগ উঠছে। কাজের কাজ কিছু হচ্ছে না। এদিকে, জমি আড্ডাকে ফিরিয়েও দিচ্ছে না।
যার কারণে আজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০০৫ সালের আগে জমি নিয়ে ফেলে রেখেছে তাদেরকে নোটিশ পাঠানো হবে। বিশেষ করে যারা এক লপ্তে অনেকটা জমি নিয়েছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া হবে ও তাদের কাছ থেকে জমি ফিরিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে জমি নেওয়ার জন্য অনেক শিল্পপতি আবেদন করেছেন। তাদেরকে জমি দেওয়া হবে। পাশাপাশি যারা জমি ব্যবহার করার পরে নো-অবজেকশন নিচ্ছেনা বলে সংস্থার কাছে অভিযোগ জমা পড়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা বড়-বড় জমি নিয়েছেন তাঁরা জটিলতার সৃষ্টি করছেন। এদেরকে শোকজ করা হয়েছে। পরবর্তীকালে যাতে এই সমস্যা না হয় আমরা নো-অবজেকশন দেব তাঁদের। এদের মধ্যে কেউ কেউ নিলেও অনেকেই নো-অবজেকশন নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ”
অন্যদিকে, আসানসোল পুরনিগমের পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানান, “এই শিল্পাঞ্চলের কয়েকটি রাস্তা, যে জমিগুলো একানব্বই-বিরানব্বই সালে দেওয়া হয়েছিল অথচ ঘর বানানো হয়নি তাদের নোটিশ পাঠানো হবে। জানতে চাওয়া হবে কেন তারা ঘর তৈরি করেননি। তারা যাতে জমি ফেরত দিয়ে দেয় সেই হিসেবেও তাদের নোটিশ পাঠানো হবে। পাশাপাশি আরও কিছু নতুন কাজ করা হয়েছে। যেগুলি আসানসোলের উন্নয়নের কাজে লাগবে।”