RSS Worker: আগ্নেয়াস্ত্র নিয়ে RSS কর্মী গ্রেফতার, থানায় ছুটলেন অগ্নিমিত্রা

RSS Worker Arrest: অগ্নিমিত্রা পাল বলেন,"সৌমিত্র একজন স্বয়ংসেবক। তাঁকে এখানে ধরে আনা হয়েছে। কেন ধরে আনা হয়েছে সেই বিষয়টি জানতে এখানে এসেছি। পুলিশের সঙ্গে কথা হয়েছে। কিছু বিষয় রয়েছে। সেগুলি এখনো পরিষ্কার নয়, সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি। পুলিশকেও বলা হয়েছে তদন্ত করা হোক।"

RSS Worker: আগ্নেয়াস্ত্র নিয়ে RSS কর্মী গ্রেফতার, থানায় ছুটলেন অগ্নিমিত্রা
গ্রেফতার আগ্নেয়াস্ত্র কর্মী Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 1:19 PM

আসানসোল: গ্রেফতার এক আরএসএস কর্মী। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃত সংঘ কর্মীর নাম সৌমিত্র তিওয়ারি ওরফে ছোটু। তাঁকে সোমবার গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। এ দিকে, বিষয়টি খবর পেয়েই ফাঁড়িতে ছুটে যান বিজেপি রাজ্য কোর কমিটির সদস্য তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। অপরদিকে, সেখানে পৌঁছন স্থানীয় পাঁচগাছিয়া পঞ্চায়েত প্রধান তথা এলাকার তৃণমূল নেতা মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। থানার সামনেই তৃণমূল-বিজেপি উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পুলিশ যদিও জানিয়েছে, আগ্নেয়াস্ত্র সমেত হাতেনাতে গ্রেফতার হয়েছেন সৌমিত্র। এখানে রাজনৈতিক কোনও বিষয় নেই।

পুলিশ সূত্রে খবর, সৌমিত্রকে আসানসোল আদালতে পেশ করা হবে। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে দেখবে কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল এবং কী উদ্দেশ্যে সে এই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরত।

অগ্নিমিত্রা পাল বলেন,”সৌমিত্র একজন স্বয়ংসেবক। তাঁকে এখানে ধরে আনা হয়েছে। কেন ধরে আনা হয়েছে সেই বিষয়টি জানতে এখানে এসেছি। পুলিশের সঙ্গে কথা হয়েছে। কিছু বিষয় রয়েছে। সেগুলি এখনো পরিষ্কার নয়, সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি। পুলিশকেও বলা হয়েছে তদন্ত করা হোক। যদি কেউ দোষ করে থাকে তাহলে তার শাস্তি হবে। যদি কেউ দোষ না করে থাকে তাহলে যেন তাঁকে অন্যায় ভাবে ফাঁসানো না হয়। কারণ সামনেই ভোট তো…দেখে দেখে যাঁরা ভালো কার্যকর্তা, যারা লড়াকু কার্যকর্তা,তাদের উপর ভুল কেস দেওয়া হয়েছে। সেগুলো যাতে না হয় সেটা দেখার জন্য পুলিশকে বললাম।”

তৃণমূল কংগ্রেসের নেতা মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা খবর পেয়েছি। নিজেদের মধ্যে লড়াইয়ে কেউ আগ্নেয়াস্ত্র দেখিয়েছে। তাই আমরা থানায় প্রতিবাদ জানাতে এসেছি। এই এলাকা সর্বদা শান্ত। যাকে ধরা হয়েছে সে কোন দলের তা আমরা জানি না। তবে বিজেপি নেত্রীরা যখন এসেছে তখন তাঁদের দলেরই হবে। ধৃত যুবক যাদেরকে মারধর করেছে, যাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় খাইয়েছে তাঁরা আমার এলাকার ছাত্র যুব। তাঁরা পড়াশোনা করে। এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী ছেলে মেয়েরা একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করে। কে কোন দল করে আমরা বিচার করি না।ঠ