Jitendra Tiwari: ‘ক্ষতিপূরণ দেওয়ার নামে টাকা তুলছে তৃণমূল’, কম্বল-কাণ্ডের এক মাস পর বিস্ফোরক জিতেন্দ্র

Jitendra Tiwari: টাকা তোলার কোনও তথ্য ও প্রমাণ তো নেই। তাহলে? জিতেন্দ্র তিওয়ারির উত্তর, 'কেউ কি বলে, আমি টাকা দিয়েছি?'

Jitendra Tiwari: 'ক্ষতিপূরণ দেওয়ার নামে টাকা তুলছে তৃণমূল', কম্বল-কাণ্ডের এক মাস পর বিস্ফোরক জিতেন্দ্র
জিতেন্দ্র তিওয়ারি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 12:27 PM

আসানসোল: কম্বল-কাণ্ডের এক মাস পরই ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার নামে টাকা তুলেছে তৃণমূল। এক মাস কেটে গেলেও কেন প্রতিশ্রুতি পূরণ করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মাস খানের আগে আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সভা শেষ কম্পল বিতরণ করা হচ্ছিল। সেই সময় ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। ওই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছিল, তা জারি রয়েছে এখনও। ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম সামনে এসেছিল জিতেন্দ্র তিওয়ারি, চৈতালী তিওয়ারির। জিতেন্দ্রর অভিযোগের পাল্টা জবাব ফিরিয়ে দিতে অবশ্য দেরি করেনি শাসক দল তৃণমূলও।

আসানসোলের আবাসনে এক সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আমরা এক মাস দেখলাম, শাসক দল ও তাদের পরিচালিত প্রশাসন কী করল। বলা হয়েছিল, মৃত তিনজনের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। কিন্তু কেউ চাকরি পাননি এখনও।’ তাঁর আরও দাবি, এই তিনজনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য জামুড়িয়া, পাণ্ডবেশ্বর সহ বিভিন্ন জায়গা থেকে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা তোলা হয়েছে। কিন্তু সরকারি সাহায্য ছাড়া ওই তিনজনের পরিবার কোনও সাহায্য পায়নি।

টাকা তোলার কোনও তথ্য ও প্রমাণ তো নেই। তাহলে? জিতেন্দ্র তিওয়ারির উত্তর, ‘কেউ কি বলে, আমি টাকা দিয়েছি?’ প্রমাণ হিসেবে তিনি, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের কথাও উল্লেখ করেন, বলেন, ‘চাকরি দেওয়ার জন্য যে টাকা নিয়েছেন, তার কি প্রমাণ আছে? নেই। এক্ষেত্রেও তাই হয়েছে। আমরা ওই ঘটনা নিয়ে প্রথম থেকেই কোনও রাজনীতি করতে চাইনি, আজও চাই না। কিন্তু যারা মৃতদেহ নিয়ে রাজনীতি করেছে, তারা কী করল, তা তো সাধারণ মানুষের জানা উচিত।’ তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত দেখব কী হয়। তার জন্য যেখানে যা করার, তা করব।’ দলের কর্মী ও নেতাদেরকে হয়রানি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন বলেন, ‘কারা দরিদ্র মানুষদের কম্বল দেওয়া নিয়ে রাজনীতি করছিল, তা সবাই জানেন। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।’ আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় মৃতদের বাড়ি গিয়ে পরিবারকে আশ্বাস দিয়েছিলেন যে, পুরনিগমে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। তৃণমূল নেতা জানান, মেয়রের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, পরিবারের কে চাকরি করতে চায়, তা লিখিতভাবে দিতে হবে, এখনও তা দেওয়া হয়নি। দিলেই চাকরি দেওয়া হবে।

উল্লেখ্য, ওই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল। চৈতালি তিওয়ারি ও বিজেপির দুই কাউন্সিলর সহ মোট ১০ জনের নাম তাতে ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে পুলিশ দুবার চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদও করেছে।