Kazi Nazrul University: ‘রাজ্যপালের দালাল ভিসি দূর হঠো’, স্লোগান উঠল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে
Asansol: বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় তহবিলের ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা আইনি খাতে খরচ করা হয়েছে। সাধারণ ছাত্র ছাত্রীদের টাকা কোথায় খরচ করা হল, তার শ্বেতপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকাশ করতে হবে বলে দাবি তোলে বিক্ষোভকারীরা। এ নিয়ে দীর্ঘ আন্দোলন চলছেই।
আসানসোল: আবারও ছাত্র বিক্ষোভের মুখে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয় বিশ্ববিদ্যালয়চত্বর। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ। যদিও তারা তা মানতে নারাজ।
বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় তহবিলের ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা আইনি খাতে খরচ করা হয়েছে। সাধারণ ছাত্র ছাত্রীদের টাকা কোথায় খরচ করা হল, তার শ্বেতপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকাশ করতে হবে বলে দাবি তোলে বিক্ষোভকারীরা। এ নিয়ে দীর্ঘ আন্দোলন চলছেই।
এরইমধ্য়ে সোমবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ে এলে পরিস্থিতি আরও তপ্ত হয়। এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উপাচার্যের কক্ষ ঘেরাও করা হয় বলে অভিযোগ। উপাচার্যের ঘরে লাইন, ফ্যানও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
এদিন উপাচার্যকে ঘিরে স্লোগান ওঠে, ‘রাজ্যপালের দালাল ভিসি তুমি দূর হঠো’। উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও কাজ করতে পারলাম না। কেন এরকম হচ্ছে কোনও কারণ জানি না। আমার চেয়ারের পিছনে এসে ঠেলাঠেলি করেছে। এই অপমান সহ্য করা যাচ্ছে না। আমাকে বেরিয়ে যেতে বলছে। তিন ঘণ্টা সাড়ে তিন ঘণ্টা সহ্য করার পর আমি বেরিয়ে গেলাম। ব্রাত্যবাবু যে কাজ করতে দিয়েছিলেন, করতে পারলাম না। আলো পাখা পর্যন্ত বন্ধ করে রাখে।”