Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol By Election: আসানসোলে ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’, গণনাকেন্দ্রের বাইরে অগ্নিমিত্রাকে ঘিরে তুলকালাম

Asansol: গণনার প্রথম থেকেই পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গণনা প্রায় শেষের দিকে, বিপুল ভোটে তখন এগিয়ে শত্রুঘ্ন সিনহা।

Asansol By Election: আসানসোলে 'জয় বাংলা' বনাম 'জয় শ্রীরাম', গণনাকেন্দ্রের বাইরে অগ্নিমিত্রাকে ঘিরে তুলকালাম
তুমুল গোলমাল আসানসোলে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 2:39 PM

আসানসোল: উপনির্বাচনেও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে গোলমালের অভিযোগ উঠেছিল। শনিবার গণনার দিনও একই ঘটনা দেখা গেল আসানসোলে। অগ্নিমিত্রা পালকে কটুক্তি করার অভিযোগ উঠেছে। একইসঙ্গে অগ্নিমিত্রার গাড়ি লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গণনাকেন্দ্রের বাইরে। বিশৃঙ্খলতা চরমে ওঠে। অগ্নিমিত্রাকে উদ্দেশ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গণনাকেন্দ্রের বাইরে অশান্তি ঘিরে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

গণনার প্রথম থেকেই পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গণনা প্রায় শেষের দিকে, বিপুল ভোটে তখন এগিয়ে শত্রুঘ্ন সিনহা। অভিযোগ, সে সময় গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসছিলেন অগ্নিমিত্রা। অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা তিনিও গাড়ি থেকে নেমে এসে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। অভিযোগ, এর পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

পরে ফের অগ্নিমিত্রা পাল গাড়িতে উঠতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে ধরে স্লোগান দেয় বলে অভিযোগ। গাড়ি গতি নিলে জলের বোতল উড়ে আসে বলেও অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের অন্য রাস্তা দিয়ে বের করে দেয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।

আরও পড়ুন: By Election Vote Counting 2022: জয়ী বাবুল তবে ভোট কমল তৃণমূলের, দ্বিতীয় বাম, আসানসোলে ২ লক্ষ ভোটে এগিয়ে শত্রুঘ্ন

আরও পড়ুন: Ballygung By Election Counting: বালিগঞ্জে বড় চমক সায়রা শাহ হালিমের, বুদ্ধবাবুর ওয়ার্ডে সিপিএমের জয়