Asansol By Election: খামোশ! ঘাসফুলের হয়ে ইতিহাস লিখছেন শত্রুঘ্ন
Asansol: শনিবার সকাল থেকেই হোটেলে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। স্ত্রী পুনম সিনহা স্থানীয় মন্দিরে পুজো দিতে যান।

আসানসোল: পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই আসানসোলে (Asansol By Election) এগিয়ে ছিলেন বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তবে গণনা যত এগিয়েছে তাঁকে পিছনে ফেলে দিয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)। অগ্নিমিত্রা শুধু পিছিয়েই পড়েননি, তৃণমূল প্রার্থীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধানও অনেক বেশি। এখনও অবধি যা ট্রেন্ড তাতে অগ্নিমিত্রার থেকে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
শনিবার সকাল থেকেই হোটেলে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। স্ত্রী পুনম সিনহা স্থানীয় মন্দিরে পুজো দিতে যান। মন্দিরে পুজো দিয়ে ফিরতেই খবর পান, গণনার প্রাথমিক যে ট্রেন্ড, তাতে অনেক এগিয়ে তৃণমূল প্রার্থী। পুনম সিনহা জানান, হোটেলের ভিতর থেকেই গণনার প্রতিটি আপডেট রাখছেন শত্রুঘ্ন সিনহা। অনেক বেশি ভোটে শত্রুঘ্নের জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।
প্রসঙ্গত, আসানসোল কেন্দ্রে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি। গত দুই লোকসভা ভোটে বিজেপি সেই ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে। কিন্তু উপনির্বাচনের যা ট্রেন্ড তাতে তৃণমূল সেই ভোট নিজেদের দিকে ফেরাতে অনেকটাই সফল বলে মনে হচ্ছে। অন্তত ট্রেন্ড এখনও অবধি সেটাই বলছে। শেষ পাওয়া খবর অবধি তৃণমূলের প্রাপ্ত ভোট ১,৯১,০৭১। বিজেপির প্রাপ্ত ভোট ১,১৪,২০০। সিপিএম ২৫,০৪৮।





