Ballygung By Election Counting: বাবুলের সঙ্গে জোরদার টক্করে সায়রা শাহ হালিম, প্রাথমিক ট্রেন্ডে দ্বিতীয় স্থানে সিপিএম
By Election: গত পুরভোট থেকেই দেখা গিয়েছে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠছে বামেরা। পুরভোটের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তারা।

কলকাতা: বালিগঞ্জে (Ballygung By Election) জোরাল লড়াই দিচ্ছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। এক রাউন্ড করে গণনা এগোচ্ছে, তৃণমূল প্রার্থীর সঙ্গে ব্যবধান কমছে সিপিএমের। শনিবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা চলছে। পঞ্চম রাউন্ড গণনার পর দেখা গিয়েছে সায়রা শাহ হালিম পেয়েছেন ৮ হাজার ৪৯৯ ভোট। যেখানে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোট ১৬ হাজার ৫৪৮। ষষ্ঠ রাউন্ডের পরই ভোট বেড়েছে সায়রার। বাবুল সুপ্রিয় এই রাউন্ডের গণনা শেষে যেখানে ১৮ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। সায়রা পেয়েছেন ৯ হাজার ৭৬৯ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী। বরং এই কেন্দ্রে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ট্রেন্ড। রাজনৈতিক মহলের মতে, এই ট্রেন্ড বুঝিয়ে দিচ্ছে তৃণমূলের সংখ্যালঘু ভোটে হাত পড়ছে এবার। সংখ্যালঘু ভোট, যেটা তৃণমূলে ‘কোর ভোট ব্যাঙ্ক’ হিসাবেই ধরা হয় এবার সেখানে ভাগ বসাচ্ছে বাম। অন্তত পঞ্চম রাউন্ডের গণনার ট্রেন্ড তেমনটাই বলছে। যদিও সময় যত এগোবে গোটা চিত্রটাই আরও স্পষ্ট হবে।
গত পুরভোট থেকেই দেখা গিয়েছে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠছে বামেরা। পুরভোটের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তারা। রাজনৈতিক মহলের মত ছিল, জেলার রাজনীতি অক্সিজেন দিচ্ছে লালেদের। তবে বালিগঞ্জের এখনও অবধি যা ট্রেন্ড, তাতে বলাই যায় শহুরে রাজনীতিতেও উঠে আসছে তারা। প্রার্থী বাছাইয়ের সময় থেকেই এবার বালিগঞ্জে চমক দিয়েছে সিপিএম। বাম নেতা তথা বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিমের স্ত্রী, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ ও অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিমকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তারা।
প্রাথমিক এই ট্রেন্ডের পর সায়রা শাহ হালিম বলেন, “মানুষ তো যা রায় দেওয়ার দিয়েই দিয়েছেন। দেখা যাক কী হয়। ভোটের দিন মানুষ দেখেছেন বহু জায়গায় রিগিং হয়েছে। ভোটারও কম বেরিয়েছেন। শেষ অবধি অপেক্ষা করব।”
আরও পড়ুন: By Election Vote Counting 2022: ব্যবধান বাড়িয়ে চলেছেন বাবুল, জোর টক্কর দিচ্ছে বাম, এগিয়ে শত্রুঘ্নও





