Asansol electrocution: কারখানায় কাজের সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট, ছটফট করে শেষ তরতাজা প্রাণ

Asansol: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা পিন্টু শাহ চাঁদা গুরুদ্বোয়ারা সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

Asansol electrocution: কারখানায় কাজের সময়  আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট, ছটফট করে শেষ তরতাজা প্রাণ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 6:17 AM

আসানসোল: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবকের। কারখানার বাথরুমে কাজের সময় এই বিপত্তি ঘটেছে বলে খবর। রবিবার আসানসোলের জামুড়িয়া থানার চাঁদা গুরুদ্বোয়ারা সংলগ্ন এলাকার ঘটনা। মৃত যুবকের নাম পিণ্টু শাহ (৩২)। গতকালই আসানসোল জেলা হাসপাতালে ওই যুবকের ময়নাতদন্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা পিন্টু শাহ চাঁদা গুরুদ্বোয়ারা সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। রবিবার তিনি ওই এলাকার একটি বেসরকারি কারখানায় লোহার অ্যাঙ্গেল দিয়ে বাথরুমের শেড তৈরির কাজ করছিলেন।ওই জায়গায় আশপাশে বেশ কয়েকটি ট্রান্সফরমার ছিলো। আচমকাই পিণ্টুর হাতে থাকা একটি লোহার অ্যাঙ্গেল ট্রান্সফরমারে লেগে যায়। সঙ্গে-সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোক ও বাড়ির লোকেরা দৌড়ে আসেন। তাঁরাই পিণ্টুকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন।চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন যুবককে। এই ঘটনায় ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…