Farmer’s Suicide: বাড়ির অদূরে গাছে ঝুলছিলেন চাষি! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Medinipur: ওই চাষি ভাগ চাষ করেছিলেন। কিন্তু অঘ্রাণের অসময়ের বৃষ্টিতে মাটিতে জল জমে ফলন নষ্ট হয়ে যায়। আলু বীজ নতুন করে কেনার মতোও আর সামর্থ্য ছিল না। তাছাড়া নানান কারণে পরিবারেও অশান্তি লেগে থাকত। সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মঙ্গলা।

Farmer's Suicide: বাড়ির অদূরে গাছে ঝুলছিলেন চাষি! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
আত্মঘাতী চাষি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 4:21 PM

মেদিনীপুর:  ফের রাজ্যে এক চাষির অস্বাভাবিক মৃত্যু। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার চাষির দেহ। মৃতের পরিবারের দাবি, ভাগে আলু চাষ করেছিলেন আর বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যাওয়ার কারণেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন।  ঘটনাটি  ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের রাজধরপুরে। পুলিশ জানিয়েছে,  মৃত ব্যক্তির নাম মঙ্গলা প্রামাণিক (৫০)। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর মৃত্যুর কারণ সঠিক জানা যায় নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ওই চাষি ভাগ চাষ করেছিলেন। কিন্তু অঘ্রাণের অসময়ের বৃষ্টিতে মাটিতে জল জমে ফলন নষ্ট হয়ে যায়। আলু বীজ নতুন করে কেনার মতোও আর সামর্থ্য ছিল না। তাছাড়া নানান কারণে পরিবারেও অশান্তি লেগে থাকত। সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মঙ্গলা। পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতেও বাড়িতে অশান্তি হয়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান তিনি। পরে স্থানীয় বাসিন্দারাই বাড়ির অদূরে একটি গাছে মঙ্গলা গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পরিবারে খবর দেন।

খবর যায় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  যদি এ বিষয়ে জাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান উমাশঙ্কর চৌধুরী বলেন, “একজনের মৃত্যু হয়েছে, তিনি কৃষক। কিন্তু কী কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করবে পুলিশ। চাষের জন্যই মৃত্যু কিনা তা কিন্তু স্পষ্ট নয়। তবে আমরা ওই পরিবারের সঙ্গে কথা বলেছি।”