Joyprakash Majumdar: ভোট চাইতে এলেই BJP-কে ঝাঁটা মেরে তাড়ানোর পরামর্শ দিলেন জয়প্রকাশ

Joyprakash Majumdar: উল্লেখ্য, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগ তুলে বারংবার সরব হয়েছে তৃণমূল। আগামী ১৭ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে। কেন্দ্রীয় এই বঞ্চনার অস্ত্রে ধার দিয়েই ২৪-এর লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে এ রাজ্যের শাসকদল।

Joyprakash Majumdar: ভোট চাইতে এলেই BJP-কে ঝাঁটা মেরে তাড়ানোর পরামর্শ দিলেন জয়প্রকাশ
জয়প্রকাশ মজুমদার, তৃণমূল মুখপাত্রImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 8:07 AM

চন্দ্রকোনা: লোকসভা ভোট যত এগিয়ে আসছে বাংলায় ততই যেন চড়ছে রাজনৈতিক পারদ। তার সঙ্গে কুকথার বুলি ছুটছে নেতাদের মুখে। এবার বিজেপি নেতাদের ঝাঁটা মারা নিদান দিলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। বলেছেন, “বিজেপি নেতারা বাড়িতে ভোট চাইতে এলে আগে বলবেন দিন টাকা না হলে মারব ঝাঁটা।”

উল্লেখ্য, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগ তুলে বারংবার সরব হয়েছে তৃণমূল। আগামী ১৭ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে। কেন্দ্রীয় এই বঞ্চনার অস্ত্রে ধার দিয়েই ২৪-এর লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে এ রাজ্যের শাসকদল।

মঙ্গলবার চন্দ্রকোনা বিধানসভার উদ্যোগে চন্দ্রঘোনা শ্রীনগর এলাকায় একটি তৃণমূলের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকেই কেন্দ্রেক বঞ্চনার বিরুদ্ধে সুড় চড়ান জয়প্রকাশ। নিদান দেন ঝাঁটা মারার। তিনি বলেন, “ভোট চাইতে এলেই ঝাঁটা মেরে তাড়াবেন বিজেপি-কে। এ রাজ্য থেকে ওদের তাড়াতে আমাদের দরকার হবে না। মায়েরাই যথেষ্ঠ ঝাঁটা মেরে ওদের তাড়াতে।” চন্দ্রকোনা বিধানসভার বিজেপি নেতা সুদীপ কুশারি বলেন, “মানুষ ওদেরই ঝাঁটা মেরে বের করে দেবে।”