Ration Dealer: চালের বদলে টাকা দেওয়া হচ্ছে রেশনে, বিস্ফোরক অভিযোগ উঠল খড়গপুরে
Ration Dealer: রেশন কার্ড নিয়ে গ্রাহকেরা দোকানে গেলে গ্ৰাহকদের সামগ্ৰীর পরিবর্তে নগদ টাকা ধরিয়ে দেওয়া হয়। তাও আবার কম টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
খড়গপুর: খাদ্য সামগ্ৰীর বদলে নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের আরামবাটি এলাকায়। এলাকার ১০৬ নম্বর রেশন ডিলার মায়া মজুমদার ও তাঁর মেয়ে মৌসুমী মজুমদারের বিরুদ্ধেই মূলত অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসী। বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে গ্ৰাহকেরা বিক্ষোভ দেখান। রেশন ডিলারের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। অভিযোগের কথা জানতে পেরে তৎপর হয়েছেন খাদ্য সরবরাহ দফতরের খড়গপুর মহকুমার নিয়ন্ত্রক। তিনি গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের মেয়ে মৌসুমী মজুমদার।
জানা গিয়েছে, মঙ্গলবার রেশন সামগ্ৰী বিতরণের দিন ছিল। সেদিন দোকান খোলা হয়নি বলে অভিযোগ। বুধবার সকাল থেকে রেশন দোকান খোলা হয়। ওইদিন রেশন কার্ড নিয়ে গ্রাহকেরা দোকানে গেলে গ্ৰাহকদের সামগ্ৰীর পরিবর্তে নগদ টাকা ধরিয়ে দেওয়া হয়। তাও আবার কম টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। কেজি প্রতি দেওয়া হয়েছে ২০ টাকা করে।
গ্রাহকেরা দাবি করেন, টাকা নয়, যার যে সামগ্ৰী প্রাপ্য সেটাই দিতে হবে। এক গ্রাহকের অভিযোগ, এই ডিলাররা চালগুলো রেখে দিয়ে কালোবাজারি করতে চাইছে, কারণ বাজারে চালের দাম বেশি। এর আগে আটা নিয়েও এভাবে চক্রান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। ডিলারের বিরুদ্ধে সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানাবেন বলে উল্লেখ করেছেন ওই গ্রাহক। তিনি বলেন, যাঁরা রেশন আনতে গিয়েছিলেন, তাঁরা অনেকেই ভেবেছেন, এটা সরকারি নিয়ম। তাঁদের ভুল বুঝিয়ে হাতে টাকা ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রেশন ডিলারের মেয়ে মৌসুমী মজুমদার দাবি করেছেন কাউকে জোর করে টাকা ধরানো হয়নি, সকলে স্বেচ্ছায় নিয়ে গিয়েছেন। কিন্তু এইভাবে রেশন সামগ্ৰীর পরিবর্তে নগদ টাকা দেওয়া যায় কি না, এই প্রশ্নের কোনও উত্তর তিনি দিতে রাজি হননি তিনি।
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা এই বিষয়টি নিয়ে আন্দোলনে নামবেন। এসবের পিছনে তৃণমূল জড়িত বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি রেশন ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।