Kharagpur: তৃণমূলের বুথ সভাপতির অস্বাভাবিক মৃত্যুতে তপ্ত খড়্গপুর, গ্রেফতার ২ বিজেপি নেতা

Kharagpur: বৃহস্পতিবার খড়্গপুর লোকাল থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানায় পৌঁছন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস ও বিজেপির মালদা হবিবপুরের বিধায়ক তথা এস্টি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু।

Kharagpur: তৃণমূলের বুথ সভাপতির অস্বাভাবিক মৃত্যুতে তপ্ত খড়্গপুর, গ্রেফতার ২ বিজেপি নেতা
থানার বাইরে বিজেপি কর্মীদের
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 5:40 PM

খড়্গপুর: বুথ সভাপতির রেললাইনে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই বিজেপি নেতা। প্রতিবাদে বৃহস্পতিবার থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নম্বর ব্লকের জকপুর স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সহ সভাপতি শশাঙ্ক মাইতির মৃতদেহ উদ্ধার হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাঁদের কর্মীকে খুন করা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। আর এই ঘটনায় শ্যামল বেরা ও অনীল শীট নামে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। প্রতিবাদ জানিয়ে খড়্গপুর লোকাল থানায় পৌঁছন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস ও মালদহ হবিবপুরের  বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু।

বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে আগে যে যে বুথে বিজেপির প্রভাবশালী নেতা রয়েছে, তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এইভাবে চলতে থাকলে আন্দোলনের পথ বেছে নেবে বিজেপি।

একটি সূত্র মারফত জানা যাচ্ছে, গত মঙ্গলবার মদ্যপ অবস্থায় শশাঙ্ক মাইতি একজনের বাড়িতে ঢুকে পড়েছিলেন। তা নিয়ে অশান্তির সৃষ্টি হয় এলাকায়। সেই ঘটনা এই খুনের সঙ্গে কোনওভাবে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজেপির এক নেতা বলেন, “আমরা শুনেছি কোনও এক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁদেরকে হাতেনাতে ধরে ফেলেছিলেন গ্রামের মানুষ। পরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। আমাদের কর্মী কোনওভাবেই জড়িত নয়। পঞ্চায়েত  নির্বাচনের আগে গ্রাম ফাঁকা করতেই মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।” যদিও তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীকে পিটিয়ে খুন করেছে বিজেপির সদস্যরাই। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।