Daspur Mob Lynching: এটিএমের মধ্যে তিনটে ছেলে বেশ কিছুক্ষণ ধরেই ছিল, কাউন্টারে ঢুকেই গ্রামবাসীদের চক্ষু চড়কগাছ…

Paschim Medinipur Mon Lynching: খুঁটিতে বেঁধে চলে গণধোলাই, ঘটনাস্থলে পুলিশ গিয়ে গ্রেফতার করে তিন জনকে।

Daspur Mob Lynching: এটিএমের মধ্যে তিনটে ছেলে বেশ কিছুক্ষণ ধরেই ছিল, কাউন্টারে ঢুকেই গ্রামবাসীদের চক্ষু চড়কগাছ...
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2022 | 7:54 AM

পশ্চিম মেদিনীপুর: মিনিট পনেরোরও বেশি সময় ধরে ওঁরা কাউন্টারের ভিতরে ছিলেন। গ্রামবাসীদের সন্দেহ হচ্ছিল তাতেই। এতক্ষণ কী আর টাকা তুলতে লাগে! সন্দেহ হতেই কয়েক জন গ্রামবাসী এটিএম কাউন্টারের ভিতরে ঢোকেন। আর তাতেই তাঁদের চক্ষু চড়কগাছ। তিন যুবক মেশিনের পিছন থেকে এটিএম ভাঙার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাতেনাতে পাকড়াও করেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। একেবারে ফিল্মি কায়দায় এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টার অভিযোগে হাতে নাতে ধরা পড়লেন ৩ যুবক। গ্রামবাসীরা খুঁটিতে বেঁধে পাল্টা তাঁদের মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে,ধৃতদের নাম লাল্টু বাহাদুর, বাপ্পা দাস, সুরাজ সাউ।

বৃহস্পতিবার দাসপুরের চাঁইপাট এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঘটনাটি ঘটে। গ্রামবাসীরা জানাচ্ছেন, প্রথমে তাঁরা নীল টি শার্ট পরিহিত এক যুবককেই এটিএম-এ ঢুকতে দেখেছিলেন। পরে কখন আরও দু’জন ঢুকে যান, তা তাঁরা খেয়াল করেননি।

পরে যখন তাঁরা দেখেন কাউন্টারের ভিতর দীর্ঘক্ষণ ধরে তিন যুবক কিছু করার চেষ্টা করছেন, তখন তাঁরা ভিতরে ঢোকেন। মেশিন ভাঙচুর করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় তিন দুষ্কৃতী। গ্রামবাসীরা তাঁদের পাকড়াও করে খুঁটিতে বেঁধে মারধর করেন।

খবর পাওয়ামাত্রই ঘটনাস্থল পৌঁছয় দাসপুর থানার পুলিশ। জানা যাচ্ছে ধৃতরা হাওড়ার লিলুয়া থানা এলাকার বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধে এর আগে পুলিশের খাতায় নাম রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।